পত্রিকা
ছোট পত্রিকাদের মঞ্চ !
লগ ইন
বিমল গুহ
Ebook Download
আর্টিকেল
|
২৫-০২-২০২২
|
লিখেছেন:
iPatrika Crawler
|
পত্রিকা :
দেহলিজ
|
শব্দ সংখ্যা : ১১১
|
Read
|
পঠন সময় : ০ মিনিট
|
Ebook Download
|
পাঠকসংখ্যা: 1
|
লেখক:
iPatrika Crawler
:
এডিট করুন
বিমল গুহ
বিবেক জাগ্রত হলে
বিমল গুহ
ভোরের আকাশ দেখে পৃথিবীর প্রথম মানুষ | স্থির, নিষ্পলক দৃষ্টিহীন প্রাণ!
প্রতি ভােরে সূর্য ওঠে- আলোর স্ফুলিঙ্গ কাঁপে দূরে,
মধ্যরাতে তারা জ্বলে চোখের পর্দায়
আমরাও পথ খুঁজি আপন আলোয় দিনভর, খুঁজে পাই
অন্ধকার ভেদ-করা অন্য এক আলোর সকাল
একজন নুসরাত এসে আলো হাতে দাঁড়ায় সম্মুখে
চেনাপথ তখনও অচেনা আমাদের!
বিবেক জাগ্রত হলে অন্ধকারে আলো ফোটে
চোখের তারায়, বিবেক জাগ্রত হলে
পঙ্গুত্বও বাধা নয় আর ।
পঙ্গুত্বকে তুড়ি মেরে স্টিফেন হকিংস্ দেখে
কৃষ্ণ গহ্বরের প্রান্তে নতুন আলোর রঙ-রেখা!
বিবেক জাগ্রত হলে দুনিয়া কাঁপিয়ে লহমায়
আকাশের সিড়িপথে ঠাই পায় নিষ্কলুষ প্রাণ
আমাদের হাজার সন্তান, হাজার নুসরাত ।
বিবেক জাগ্রত হলে - একদিন
আঁধারের সীমানা পেরিয়ে - মানুষ কেবল দেখে
আলোর আকাশ ভেদহীন সীমারেখা হীন !