গুহামুখে খিল আঁটা, ফেটেছে কি তোমার কার্পাস?
লালাঙ্কুর ভগজবা!
না না বলে মুখর ঝিল্লিকা;
হপ্তাকাল পরে এসো। যেথা খুশি ছেড়ে দিয়ো হাঁস
আজকে ছেড়ো না, আজ ভেতরে খেলছে জোনাকিরা
মানলাম ঠিক আছে। এরপর কী হবে কী হবে!
ঘুমন্ত মাছেরা জেগে করে যাবে পুচ্ছ-তাড়না
প্রেতের নিশ্বাসে ফের কপাটের হুড়কো খুলে যাবে
উইঢিবি কাছে পেলে শিঙে ষাঁড় মাটি খুঁড়বে না?
রাতে প্রতিবেশী তারাদের ঘরে জন্মায়
ছোটো তুলতুলে খরগোশ
দিনে ছোটে-দৌড়ায় ঝোপেঝাড়ে
রাতে নীলে
#
বেড়ে ওঠে ঘাসে, প্রাতরাশে
দলে দলে...