রীতা বিশ্বাস পান্ডে রীতা বিশ্বাস পান্ডে
বেলকনির সেই টবটারীতা বিশ্বাস পান্ডেগত রবিবার আমি ঘুম থেকে উঠে বেলকনিতে পায়চারি করছিলাম। এমন সময় নাকে একটা পোড়া পোড়া গন্ধ এসে লাগলো। আমি বেলকনি দিয়ে ঝুঁকে এদিক ওদিক তাকালাম কিছুই দেখতে পেলাম না। হঠাৎ বেলকনির দরজা দিয়ে ভেতরের দিকে তাকাতেই দেখলাম যে মাঝখানের ঘরটাতে দাউ দাউ করে আগুন জ্বলছে। যেকোনো সময় বেডরুম পেরিয়ে আগুনটা বেলকনিতে এসে আমাদেরকে লাগতে পারে। আমাদের বলতে এখানে টিটু আর আমি। আমি চিৎকার করে উঠলাম। কিন্তু পাশের বেলকনি থেকে কেউই বেরিয়ে এলো না। এমনকি বেলকুনি দিয়ে উঁকি মরে দেখলাম যে বেডরুমে আমার বর বেশ নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। আমি মরিয়া হয়ে উঠলাম। আমার সাথে সাথে টিটু চিৎকার করছে।
... বিস্তারিত
প্রকাশ তারিখ
: ৩০-০৯-২০২৩ |
সংখ্যা
: দেহলিজ-১১ |
পাঠসংখ্যা
: ১ জন |
প্রতিক্রিয়া
: