কৃষ্ণা মিশ্র ভট্টাচার্য
লেখক / সংকলক : iPatrika Crawler

ব্রুহাহা-পোয়েটিকা
কালো আর নীলের গাঢ় আশ্লেষ --লাল পাখি টি উড়ান বেভুল--ইতি উতি--রাতের হ্যাং ওভার কাটানোর চেষ্টায় লেবু জল খোঁজে-গথিক ভাস্কর্যের টপনটে একটি মাছ লিলুয়া বাতাস মাখে--পাখিটি মাছটি র কাছাকাছি ঘন নিবিড়--পাখি এবং মাছের নিরালা কনভারশেসন রোডনি স্কোয়ারে লাট খায়--লিঙ্কন স্কোয়ারের ওপেন রেস্তোরাঁয় মেয়েটি র হাত সিগারেট, দিল্লি হাটের পাথরের চাতালে ডিডি বিসলেরির জলে রংহীন ভদকা মেশায় ।
--হাইব্রীড ই জীবন
কোনকিছু ই স্বচ্ছ নয়
নদী ,আকাশ, সমুদ্র--
স্বচ্ছতা র অপর নাম ---
মেয়েটি র শঙ্খসাদা হাটুতে একটি কাজল কালো জন্মদাগ
-সাদা পলকা ডট জামায় নর্থ আমেরিকান আদেখলে সূর্য-
মেয়েটির পাশে একটি কষ্টিপাথরের কৃষ্ণ হেসে হেসে মেয়েটি র কোমল গ্রীবায় হাত রাখছে
ডেলাওয়ারের ডু পন্ট সরাইখানা য় গ্রীলড ফিশ-না মশলা হীন সুশি--
ক্যান্টাকি ফ্রাইড চিকেন এ গোলমরিচ ছড়াতে ছড়াতে
জন আ্যশবেরী একটি শ্যাডো ট্রেন ধরেন
--দিস ওয়াজ মাইন,আ্যন্ড আই লেট ইট স্লিপ থ্রু মাই ফিংগারস্--
আঙ্গুলের তলা বেয়ে গড়িয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়,
বৃষ্টি ভেজা রাজপথ
সেন্ট্রাল ভিস্তা
জেড ক্যাটাগরির মেশিন গান,
মমিদের খোঁয়াড়
নারী মাংসের ছাল ছাড়ানো ব্রথেল--
বরফের সাদা আস্তরণ ঢেকে দিচ্ছে কনটসার্কাসের কলাম,রেডফোর্টের দেওয়ানি খাস,
রট আয়রন এর টেবিল, চেয়ার
মাটির পেয়ালাগুলো শূন্য অংকের মহড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে--
সাইবার কাফে থেকে পিল পিল করে বেরিয়ে আসছে
নেশাচ্ছন্ন ইঁদুরেরা
বায়বীয় জোছনায় ভেসে যাচ্ছে রেপিষ্ট লাক্সারি বাস
কোয়ারেনটাইন সেন্টারে কামুক ধর্ষক কোবিড পজিটিভ ফিমেল শরীর কামড়ায়
সাহ্জাহানাবাদের মীনা বাজারে লক্ ডাউন খোলা পিপীলিকা
পরোঠাওয়ালী গলির কোণে
রশীদ মিঞা লাল তন্দুরে রুটি সেঁকতে সেঁকতে আশমানে ঈদের চাঁদ খোঁজে
শিকাগোর আর্ট ইনষ্টিটিউট এ দিল্লি হাটের গ্রাফিত্তি এল ও সি তছনছ শেয়ার লিংক টাইপ করে
হোসে মার্তি আর গীনসবার্গ সান্তা মারিয়ার সমুদ্র সৈকতে কবিতাড্ডায় মশগুল---পিনাই দোকোলা র ক্রীষ্টাল গ্লাস সফেন বুদবুদ--
হোটেল রিভিরিওর পেভমেন্টে অতলান্ত রাগে ফুঁসছে
হেমিংওয়ে রাগী অতলান্ত দেখতে দেখতে আনমনা
--চলো,বালিকা, একপেগ মোহিতে নিয়ে বসা যাক--
মুখোমুখি আমি আর হেমিংওয়ে
আমার কালো কফির পেয়ালা উপচে পড়ছে ধারাবি স্লাম
শ্রদ্ধা নন্দ পার্কের সেই সব রমণী দের চিৎকার
সরোজিনী নগরের সান্ধ্যকালীন হল্লা বোল
সান্তিয়াগো আজ ও মাছ ধরছে
দেখছো না
আজ ও অতলান্ত অপেক্ষায় আছে
ফেয়ারওয়েল টু আর্মস--কোথায়?
উঁই পোকা মাটি র তাল জমিয়ে চলেছে
গাজাস্ট্রীপে বোম নিয়ে ফুটবল খেলছে আ্যমোস,রিয়াজ আর সবেরা
ওয়াশিংটন ডিসি থেকে মেঘনাদ শক্তি শেল ক্ষেপন করে চলেছে
জানতো বালিকা মেঘনাদ কে কেউ দেখতে পাচ্ছে না
আসলে ওতো মেঘের আড়ালে লুকিয়ে থাকে--
দেখো দেখো মেঘগুলো কতো ঘন আর কালো
ঠিক কোনো আদিম কৃষ্ণরমণীর জমাট দুঃখের মতো
রাজকন্যা কাঞ্চন মালার চুলের মতো
ক্রীষ্টাল মুকতোর মতো
অন্তরালের কথকতা য়
বৃষ্টি মিসাইল
অনেক টা ভিজে সবুজ টপকে জল মাটির কাছাকাছি
আর্দ্রতা কামুক শরীরী গাছ কিংবা মৃত্তিকা
জুসটুকু খেলো
তারিয়ে---তারিয়ে-
চোখের পাতা থেকে রেসিডিউ সবুজ
আদ্যোপান্ত উপরমহল থেকে
গোপন কুটুরিতে প্রবেশ করলো
বৃষ্টি তো চোখ জুড়ে
অথচ আমি পমেটমের মতো বৃষ্টি মেখে নিলাম
ঝড়ো কিউবান হাওয়ায়
অতলান্ত নেচে উঠলে
আমি ক্রমশই একটি
ময়ূরী হয়ে গেলাম
অতঃপর গাছেদের বন্দিশ
আকাশ পার্কের এককোণে
মেঘেদের কত্থক
যতদূর ছায়া দের স্বরলিপি
শ্রাবণের মেহফিল
ততদূর
পারাবত দের পার্শসঙ্গীত
পালকের অভিধানে এইসব সাইবার মালমশলা
কে সাজালে
সুরেলিষ্টিক কাফেতে
সক্রেটিস স্টারবাক কফি র পেয়ালা কে ঠান্ডা হতে দিচ্ছেন
গীনসবার্গ এর হাতে এতো সময় নেই
কফির কাপে চুমুক দিয়ে
দ্যা ট্রুস্।
টুয়েলভ আওয়ার্স,থার্টি আওয়ার্স
থার্টি ডেস--
রেডিও স্টাটিক ফ্রম সাইগং
--
আজাদ হিন্দ্ রেডিও বার্লিন
আমি সুভাষ বলছি---
রাইনের ফেনা সাদা তুষার
আমার চোখে মুখে
নো ওয়ান ইজ্ মোর হেটেড
দ্যান হি ওর শী
হু স্পীকস্ দ্যা ট্রুথ!
---
কুয়াশার ভেতর থেকে কিছু স্বপ্ন
ফিজিওথেরাপি র সেন্টারে
পাকা ধানের গন্ধ মাখা টেবিলে
সাদা এপ্রোন
এতো শীত কেন?
ভাবতে ভাবতে
নয়াদিল্লি র নাইট সেন্টারে
জরতী শরীরের স্যানিটাইজারের এলকোহল শুষে নেয়
সরীসৃপ
খেজুর গুড়ের সুবাস
ঠান্ডা লেকের জলে
পরিযায়ী পাখি রা
মরে গেলে
অটোপ্সি ছুরি
ছানবিন করে
পালকের বর্ণালী
মাস্ক প্যারেডে
ফসল শূন্য
বিতত শষ্য ক্ষেত্র
ইন্ডিয়া গেটের তেরঙ্গা আলো
প্রতি ভাস ফোয়ারার জলে
চলকে উঠে
সাংবিধানিক গণতন্ত্র!
উই আর এংরি এবাউট দ্য ইনার ওয়ার্ল্ড
কুড়ি হাজার বছর আগে
ভীম বেটকার গুহার ভাইরাস গুলোকে আবার স্টাডি করা হোক।--যদি আমরা বডি গুলোকে আরেকটু ছোট করে দিতে পারি
কাম ওন!--ক্যুয়িক!--বডি গুলোকে আবার কাউন্ট করুন!
বাড়িয়ে বাড়িয়ে কাউন্ট করবেন না
এই গাড্ডা টা ঠিক আছে--
বডিগুলোর সাইজ যদি আরেকটু ছোট করা যেতো
এই আমার আংটি র ভেতর দিয়ে গলে যেতো
মাসগ্রেভ থেকে বেরিয়ে আসছে ইনডেজিনিয়াসদের
কংকাল,করোটি
আরে এতোগুলো বাচ্চা--
যীশু --ন্যাজারেথের যীশু মাথা নীচু --
আমি তো এটা চাইনি-
তাহলে ফারাক কোথায়
চোর।পুলিশ।কালো সাদা।
শুধু শরীরী মায়ায়
সেই সব ক্যারাভান দিনরাত
সেই সব ফোর মাদারস্
লুসি দ্যা গ্রেট ডার্ক ওয়োম্যান
ঈথিওপিয়ার যাদুঘরে
আমি আমার জামার ভেতর জমে থাকা পাপ
রক্ত
ঘাম
আগুন
বুলেট চিহ্ন গুলি
খুঁজে খুঁজে কপালের স্বেদবিন্দু
মুছি---
এক জাহাজ বোঝাই
এক বিমান বোঝাই
বুলশিট আরবান ম্যানাসক্রিপ্ট
ইমপোরটেড আইটেম
পাচার হয়ে যাচ্ছে
বিশ্ববিদ্যালয়ে
শিশু পাঠাগারে
সিনেমা হলে
সেমিনার হলে
নারী মিথ গুলি ক্রমশই হামা দিয়ে ঢুকে পড়ছে
বেডরুমে
লেবার রুমে
কিন্ডারগার্টেন এর
ক্লাসরুমে
কিচেন গার্ডেন
এবং
গ্লাসের শাওয়ার রুমে
সিলভিয়া প্ল্যাথ একটু নিঃশ্বাস নেবার জন্য
আঁকুপাকু করে
একটি রংচটা গিরগিটি
ভিভিয়ান এর চান দেখছে - বাথটাবে র পিচ্ছিল
সাবান লেগে আছে তার সরীসৃপ শরীরে
ভার্জিনিয়া নদীর জল মাপতে মাপতে
গোঙায়
নারী শরীরের ধারাবিবরণী দিতে দিতে
ক্লান্ত পুং কলম আরেক বার তার বেডরুমে শায়িত নারী শরীরের দিকে তাকায়
সব ই তো লিখলাম--কিন্তু কী আশ্চর্য--নারী শরীরের একটি মাথা ও আছে---চুলের ভেতরে সূক্ষ্ম স্নায়ু, রয়েছে--আরে কী আশ্চর্য একটি মগজ মানে একটি ব্রেন ও তো রয়েছে---কলম টি নিজের মাথা চুলকোয়।
চশমার কাঁচ পরিষ্কার করে
দাড়িতে হাত বুলোয়--
এহে --তাইতো এদিক টা তো!!
নারী কে নিয়ে কবিতা কবিতা কবিতা
নারী র কবিতা কোথায়
একটি লাইন ও
লেখেনি
কবি, মহাকবি, পরমকবির
ভূর্জ্যপত্র থেকে
ডিজিটাল
কীবোর্ড!
আমাদের চোখের জল গুলি
মরুভূমি--বালু বালু
সরসবতীর জলে
তমসার
ক্লান্ত সূর্যাস্ত
লাল রং এ আঁকছে
আমাদের
লোনা চোখের জল
একটি আপেল গাছের নীচে
আমরা পুঁতে রাখি
আমাদের শবদেহ
হাজার হাজার ঈভদের
ছেঁড়া
গলিত
ধর্ষিত
নেংটো
শ--ব--দে--হ
ফ্রেইল্ টি দাই নেম ইজ উয়োম্যান
বিশ্বাস
অবিশ্বাস
ভালবাসা
খেলতে খেলতে
শেক্সপিয়র
সূর্যাস্ত দেখে
আ্যন বাইরের বাগানে
টুকি খেলছে
আ্যন এর দৃষ্টি
দুই শিশু কে
আগলে রাখে
নাট্যকারের কলম ভিনিয়ার্ডের আড়ালে
তন্বী পরিচারিকার
শরীরের খাঁজ গুলো
স্পেডের হাতলে কিশোরী র
সুচারু আঙ্গুল গুলি
পেশীর পেলব কোমলতা
সাদা এপ্রোনের ভাঁজে ভাঁজে
গোলাপি পয়োধরার
চকিতাভাস
দেখে
নারী দের সাজায়
একে একে চলে ফিরে বেড়ায়
তারা
ফ্রেইলটি--দাই নেম ইজ উয়োম্যান
পুট আউট দ্যা লাইট---
বিশ্বাসঃ নৈব কর্তব্যং স্ত্রীষু--
ইস্--ভাতার হইচে--ভাত দেবার নাম নাই
একমুঠো সাদা নরম ফ্যানভাতের জন্য গোলাপী জলা জঙ্গলে গুগলি খোঁজে।কচু ঘেচুর শাক সেদ্ধ খেয়ে খেয়ে গতর আর নেই--দুধের বাচ্চা শুকনো মাই চুষে চুষে ঘুমিয়ে পড়ে---দেশি গিলে মরদ বেপাড়ার মাগী দেখে---
মাতাহ্যারি,ঈভা ব্রাউন আর আম্বপালি তাকিয়ে থাকে দিনের শেষ চিতায় আগুন জ্বলছে
ঠান্ডা কুয়াশারা ঢেকে দিচ্ছে মমি শরীরগুলো
স্মগ ক্রোলিং ওভার দ্য আ্যশ কালারড্ স্কাই
ফেডেড সান ওভারহ্যাঙ্গিং দ্য হাইওয়েস্
কারস্ আর রোলিং টুওয়ার্ডাস্
দ্য সেক্স ফ্যাক্টরিস্--
যখন রাস্তা গুলো পরেছে লোহার শিকল
ব্যারিকেড ব্যারিকেড খেলায় মেতে উঠেছে
স্বেচ্ছাচারী বেয়নেট
যখন আকাশ, পাতাল,আর আমাদের ধাত্রী ভূমি কে
শেখানো হচ্ছে নতুন নতুন অত্যাচারের কৌশল
তখন ভারত মহাসাগরের শান্ত জলে ও
আগুন জ্বলে
প্যালেষ্টাইন থেকে শিকলভাঙা
পা--খি---রা
উড়ে যায়--
মুক্তাঞ্চল গড়বে বলে
ইউফ্রেতিস,মিসিসিপি আর
শববাহিনী গঙ্গার কলকল্লোলে
অন্ধকারে র জরায়ু ফাটা
সূর্য লিখছে
ইতিহাস
অনেক রত্নাকর-বাল্মীকি পদক্ষেপে
ভাঙছে পাহাড়-
আলো গুলো নিজেদেরকে ইচ্ছে মতন পজিশনে সাজিয়ে নিচ্ছে
ওনলাইন ক্লাসের ওয়াল জুড়ে বিগ কোয়েশ্চেন মার্ক
ইফ য়ূ আর কল্ড ফর আ্য কজ উড য়ূ কাম??
সেলফিস মার্কশিট আড়মোড়া ভাঙে
হাই তুলে
হে,আই আ্যম নট আ্য সোলজার
আই লাভ ম--স্তি
আই লাভ মা--নি
আই লাভ আয়ে--শি
প্রচন্ড গতিতে হিরো হন্ডা
দিল্লি গুড়গাঁও হাইওয়েতে ব্রেক কষে---
-ক্যায়া রে--চলনা নেহিঁ আতা?
খসখসে পা থেকে তাপ্পি মারা চপ্পল খুলে পড়েছে
মুখ থুবড়ে ডিভাইডারে
উমরো ঝুমরো ভ্যাবলা চোখ
কুয়াশার শরীর ঘেঁষে রাজমার্গের ব্যারিকেড যমুনার জলে বিসর্জন দিতে দিতে ওরা দিল্লির দিকে
শরীর জুড়ে লাঠি।আর জলকামান এর চিহ্ন
হাম হোঙ্গে কাম ইয়াব---
দিল্লির মসনদে তখন ঘাম ঝরছে
নাইট ফলস্ ওন ডেলহি
উচ্চ ন্যায়ালয়,সংসদমার্গ,রাইসিনাহিলের রঙিন ফোয়ারা
কাস্তে চাঁদের আলো মাখে
সাজাহানাবাদের রাস্তায় এক মুসাফির কবি
মঞ্জিল ভুলে
জলুষে পা মেলায়
হাম হোঙ্গে কাম ইয়াব---একদিন--
কাঁচের বাথরুম--ব্রথেলের হামাম জুড়ে বাথটাবে সাবানের ফেনা--সেক্স টনিক, হেয়ার রিমুভার
আম্বপালি কাস্তে চাঁদ দেখে
আকাশ ছাপিয়ে শ্যংডানের হাজার অমিতাভ হাতছানি দেয়
কাম ওন বেব--
লালকিলার লাল পাথরে,ভারতসমুদ্রের ঢেউ এর চূড়োয়
কাস্তে চাঁদের পাশে কপিলাবস্তূর সিদ্ধার্থ ডাকে
আয়--আয়---
আমি মেঘ ভাসানো আকাশ সমুদ্রে
পদ্মসম্ভবম মুদ্রা ভাবি
সারা দিনের যানজট,জঞ্জাল সরিয়ে
একটি জলপ্রপাত
কিংবা
একটি বই
কিংবা
চাঁদ ভাবি--
ভাবতেই থাকি--