রেখা নাথ
লেখক / সংকলক : iPatrika Crawler

অনুবাদঃ রেখা নাথ
অমৃতা প্রীতম
অমৃতা প্রীতম পাঞ্জাবী ভাষার একজন প্রখ্যাত কবি ও সাহিত্যিক । ৩১ শে অগাস্ট ১৯১৯সালে গুজরানওয়ালায় [ পাকিস্তানে ] জন্ম গ্রহণ করেন । শৈশব তাঁর অতিবাহিত হয় লাহোরে । পড়ালেখাও তাঁর লাহোরেই সম্পন্ন হয় । কৈশোরাবস্থা থেকে তিনি কাব্যচর্চা আরম্ভ করেন । ১৯৪৭ সালে ভারত বিভাজনের সময় পাকিস্তান থেকে ভারতের লাহোরে চলে আসেন । প্রায় একশ"র মত রচিত তাঁর বই - এর মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ , প্রবন্ধ আত্মকথা মূলক কৃতি , গল্প ও উপন্যাস । তাঁর রচনা ৩৪ টি ভাষায় অনূদিত হয়েছে ।
তাঁকে দিল্লি বিশ্ববিদ্যালয় , বিশ্বভারতী, শান্তিনিকেত, পাঞ্জাব বিশ্ববিদ্যালয় ও বম্বে বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট উপাধি দিয়ে সম্মানিত করা হয়েছে । ১৯৫৬ সালে সাহিত্য অকাদেমী পুরস্কারে সম্মানিত হন । ১৯৫৮ সালে পাঞ্জাব সরকারের ভাষা বিভাগ দ্বারা পুরস্কৃত হন । ১৯৮১ সালে জ্ঞানপীঠ পুরস্কার পান । এ ছাড়াও তিনি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন সাহিত্যের জন্য । বুল্গারিয়া সাইরিজ এন্ড মেথোডিয়াস অ্যাবার্ড, ফ্রান্স সরকার দ্বারা তাঁকে "ordre des Arts et des lettres" উপাধি প্রদান করা হয় ।
১৯৬৯ সালে পদ্মশ্রী ও ২০০৫ সালে পদ্মবিভূষণ সম্মানে তাঁকে ভূষিত করা হয় । ৩১শে অক্টোবার ২০০৫ সালে তিনি ইহ লোক ত্যাগ করেন ।
আমার ঠিকানা [ মেরা পতা ]
আজ আমি নিজের ঘরের নাম্বার মিটিয়ে দিয়েছি
আর গলির মাথায় লাগানো গলির নাম সরিয়ে ফেলেছি
আর প্রতিটি সড়কের দিশার নাম মুছে ফেলেছি
তবু, যদি তুমি আমাকে পেতে চাও
তো প্রতিটি দেশের,প্রতিটি শহরের, প্রতিটি গলি'র দ্বারে
কড়া নাড়তে থেকো ।
এটা একটা শাপ , একটা বর
আর যেখানেই স্বাধীন আত্মার দৃষ্টিগোচর হবে
-- জেনো , সেটাই আমার ঘর ।
শহর
আমার শহর একটি দীর্ঘ বিতর্কের মত
সড়কগুলি - অনর্থক দলিলের মত
আর গলিগুলি এমন
যেন একটি কথাকে কেউ এদিকে টানছে
তো কেউ অন্যদিকে
প্রতিটি বাড়ি - ক্রোধান্বিত মুষ্ঠিবদ্ধ হাত
দেওয়ালগুলি - অনবরত কিচকিচ করছে
আর নয়নজুলিগুলি - যেন মুখ থেকে ক্রমাগত ফেনা বেরোচ্ছে
এই বিতর্ক যেন সূর্য থেকে শুরু হয়ছিল
যা দেখে এই শহর আরো উত্তপ্ত হতে থাকে
আর প্রতিটি দ্বারের মুখ থেকে
সাইকিল আর স্কুটারের চাকা
গালিগালাজের মত বেরোয়
আর ঘন্টি ও হর্ণ একে উপরের ওপর
হুমড়ি খেয়ে পড়ে ।
যে বাচ্চা এই শহরে জন্ম নেয়
জিজ্ঞাসা করে , কোন কথায় হচ্ছে এই বিতর্ক
ফের ওর প্রশ্নই একটি বিতর্কে পরিণত হয়
বিতর্ক থেকে নির্গত, বিতর্কেই মিলয়ে যায়
শঙ্খ ও ঘন্টার শ্বাস শুকিয়ে যায়
রাত্রি আসে , ঝরতে থাকে আবার চলে যায়
কিন্তু ঘুমেও থামে না বিতর্ক
আমার শহর একটি দীর্ঘ বিতর্কের মত