শোক

ওয়াহিদার হোসেন



ভুলের ভেতর লুকিয়ে

গোলাপ সকলগুলি


ভিজলাম তারও দাগ

ওষ্ঠে হৃদয়ে শরীরের আগুনে 


পোড়ার গোপন গন্ধ?


আমি কি একাই পুড়েছি

বান্ধবী ফুলবতী


আমাকে অভিশাপ দাও  

গরল বিরহ


ক্লাস পালানো

হাতের ওপর শিরা কেটে

লিখেছিলাম


বর্ষা ঋতুর শোক


###


হারানো


মাঝেমধ্যে অনেকে হারিয়ে যায়

বুড়ো চ্যাংড়া


খবরের কাগজ জুড়ে

বিজ্ঞাপনের ফিরতি ঢেউ  

না হলে বিস্মৃতি


কবরের ধুলো ওড়ে

এমনও

ফেরা হয়না

ফেরার


খাতা জুড়ে ঢ্যারা

অলৌকিক

পার্কিনসন্স 


####