তোমার স্রোতের বুঝি শেষ নেই, জোয়ার ভাঁটায়

এ-দেশে ও-দেশে নিত্য ঊর্মিল কল্লোলে

পাড় গড়ে পাড় ভেঙে মিছিলে জাঠায়

মরিয়া বন্যায় যুদ্ধে কখনো-বা ফল্গু বা পল্বলে

কখনো নিভৃত মৌন বাগানের আত্মস্থ প্রসাদে

বিলাও বেগের আভা

আমি দূরে কখনো-বা কাছে পালে-পালে কখনো-বা হালে

তোমার স্রোতের সহযাত্রী চলি, ভোলো তুমি পাছে

তাই চলি সর্বদাই

যদি তুমি ম্লান অবসাদে

ক্লান্ত হও স্রোতস্বিনী অকর্মণ্য দূরের নির্ঝরে

জিয়াই তোমাকে পল্লবিত ছায়া বিছাই হদৃয়ে

তোমাতেই বাঁচি প্রিয়া

তোমারই ঘাটের কাছে

ফোটাই তোমারই ফুল ঘাটে-ঘাটে বাগানে-বাগানে।