ঔরশীষ ঘোষ



ঔরশিসের কবিতা






১!



বন্ধুহীন দিল্লি যেন

ডাকে শুধু তিহারের দিকে



এতক্ষণ ঈশ্বরের সাথে

এই নিয়ে তর্ক করেছি অনেক



এখন সময় হল

হিম ও হেমন্তে খুঁজে নেওয়া

যে যার নিজের বাথটাব



জলের ভেতর যত বেশি

ডুবে যাব, তারও বেশি

ডুবে যাব স্মৃতির ভেতর



আর সেসময়ে মনে পড়বে

নিজেকে কখনো আমি ঈশ্বর ভেবেছি

তাই আজ স্বয়ং ঈশ্বর



কবির শিরোপা পেলেন



২!



অথচ ভুলের পরে শুধু ভুল আসে

যেমন বৃষ্টির আগে ও পরে অনেক বাতাস

বৃষ্টির নি:শ্বাস বয়ে নিয়ে যায়



কিছুই করার নেই, তাই

চাঁদে ও রূপালি  চামচে সম্পর্ক আঁকছি

আমার ফসল শুধু সেইটুকু

যেটুকু সৌন্দর্য দেখি ব্রণ ভরা মেয়েটির

গালে ঠোঁট রেখে... তারপর একাকীত্ব

অরণ্যের মত ক্রমশ নির্জন



৩!



খুব ভয় করে

কেঁপে কেঁপে উঠি

হলুদ পাতার মত একদিন নিরুদ্দেশ হব





যদি কোনদিন আমার সন্ধান পাও

শুকনো পাপড়ির মত ডাইরির ভাঁজে

ধরে রেখ



একদিন দাবানল হব



অথবা



আবার আগুন সেজে ছুঁয়ে যাব

আকাঙ্ক্ষিত ঠোঁটের গুলাল