ওগো নিঠুর দরদী, ও কি খেলছ অনুক্ষণ।

তোমার কাঁটায় ভরা বন, তোমার প্রেমে ভরা মন,

মিছে খাও কাঁটার ব্যথা, সহিতে না পার তা আমার আঁখিজল,

ওগো আমার আঁখিজল তোমায় করেগো চঞ্চল

তাই নাই বুঝি বিফল আমার অশ্রু বরিশন।

ওগো নিঠুর দরদী।

ডাকিলে কও না কথা, কি নিঠুর নিরবতা।

আবার ফিরে চাও, তুমি আবার ফিরে চাও,

বল ওগো শুনে যাও

তোমার সাথে আছে আমার অনেক কথন।

এ কি খেলছ অনুক্ষণ,

ওগো নিঠুর দরদী।