পানীয় 



পরিত্যক্ত একটি মাতৃদুগ্ধের গেলাসে 

ঘুমিয়ে আছে একটি শহর 

ভিক্ষাহীন মাংস সরিয়ে 

আমরা তাকে কাটছি 


মাংসের ভিতরে আস্ত একটি বাজারে

হত‍্যাওষ্ঠ খুলছি প্রবল নেশায় 

রক্তের দাগ থেকে শিপিং হচ্ছে

ভালোবাসার তীব্র টেট্রা প‍্যাক


তুমি কি এখনো বিষাক্ত হও নি ?

অন্ধ অন্নবিধ্বস্ত এই আলোয় ছায়া ফ‍্যালো নি?

ভিক্ষাপথের দ্রুতি থেকে সারিয়ে ফ্যালো নি মাংসাশী টার্মিনেটর? 

এবড়োখেবড়ো শহরের অভিনয় ঢুকে পড়ছে তোমার বৃক্কনালীতে


গেলাসের ধারালো কাঁচের ওপর আমি তোমার আইশ্যাডো রেখেছি 

দুধঘুমের ভেতর মরুভূমি, কালো ম্যাগ্নোলিয়া 

এই উপবাসের ইরেক্টাল থেকে শহর মরছে 

বহুতর মাছির প্রবল পুঞ্জাক্ষিতে  



খাদ্য 


আরেকটু খাদ্যের উপর বেহেন জাতীয় গালি ছড়িয়ে দিলাম তোমার হাই হীলে

বেশী মশলার ওপর দগদগে কৌশী কানাড়া! চলবে না? 

প্লেটের ওপর দিকটা অন্ধকার হয়ে এসেছে খিদেয় 

চলো, সিগনাল ভাঙি


নেশার গন্ধ ঢুকে পড়েছে তোমার কশেরুকায় 

অন্ধ ফর্ম্যালিনের পাশে 

ঝাপসা হয়ে গেছে অপাপবিদ্ধ ফ্লাইওভার