জন্মান্ধ



তৃণা চক্রবর্তী




কোনও কিছু বদলে যাওয়ার নয়

হাওয়া বলছে সে কথা

যারা তোমার সঙ্গে কথা বলছে

এগিয়ে দিচ্ছে কমলা রঙের বন্ধুত্ব

উজ্জ্বল রুমালে রাখা নক্ষত্র

তুমিও তখনকার মতো বাড়িয়ে দিচ্ছ হাত

কথা রাখার দিকে...

ভেতরে বন্ধ দরজার রং

সমুদ্রের ধার, হেঁটে যাচ্ছ দূরে কোথাও

আগলে রাখা মন্ত্র ফেলে দিয়েছ হাওয়ায়

মাস্তুল ভাঙা কাঠের টুকরো ভেসে যাচ্ছে জলে

ছায়া এসে হাত রাখছে কাঁধে

আর তুমি এক জন্মান্ধ

ক্রমাগত যুদ্ধ করছ তারই সঙ্গে