সবুজ জানা
সবুজ জানা
লেখক / সংকলক : iPatrika Crawler

বন্ধুর বেশে
সবুজ জানা
মাছের চোখের সাথে আমার বেশ পরিচয় আছে
তবুও বন্ধু আমার, এসেই পড়েছ যখন এত কাছে
ধরেই দেখনা আমার বাড়িয়ে দেওয়া বিশ্বাসী বন্ধুতার হাত
ভাবলে তুমি এই চালেই করবে কিস্তিমাত!
তুমি নিশপিস করছ আমার দেহে লতিয়ে ওঠার জন্য
বন্য! বন্য! এখনও তুমি সেই চোখের আড়ালে বন্য
মাথায় আমার আকাশ ভেঙ্গে পড়ে দেখি যখন
ভাঙ্গা মেঘের টুকরোতে লেখা, এবার তুই কর আত্মসমর্পণ!
আমি ধীরে ধীরে তোমায় বশীভূত অবশেষে....
এটা না করলেই ভাল হত বন্ধুর বেশে
জেন বন্ধুতা আর সরলতায় বাঁধা পড়ে সে অন্তর্যামী
তাই সাপের বিষ ঝাড়তে ওঝা হওয়ার প্রস্তুতি নিচ্ছি আমি!
Review Comments
সোসাল মিডিয়া কামেন্টস