সাক্ষাত্ সন্ধান পেয়েছ কি ৩-টে ২৫-শে?

বিকেলের উইলো বনে রেড্ এরো ট্রেনের হুইসিল

শব্ দ শেষ ছুঁয়ে গাঁথে দূর শূণ্যে দ্রুত ধোঁয়া নীল ;

মার্কিন ডাঙার বুকে ঝোড়ো অবসান গেলো মিশে ||

অবসান গেল মিশে ||

মাথা নাড়ে ‘জানি’ ‘জানি’ ক্যাথলিক গির্জাচুড়া স্থির,

পুরোনো রোদ্দুরে ওড়া কাকের কাকলি পাখা ভিড় ;

অন্যমনস্ক মস্ত শহরে হঠাত্ কুয়াশায়

ইস্পাতি রেলের ধারে হুহু শীত-হাওয়া ট’লে যায়||

শীত হাওয়া ট’লে যায় ||

হৃত্পিণ্ডে রক্তের ধ্বনিযেখানে মনের শিরা ছিঁড়ে

যাত্রী চ’লে গেল পথে কোটি ওক্লাহোমা পারে লীন,

রক্ত ক্রুশে বিদ্ধ ক্ষণে গির্জে জ্বলে রাঙা সে-তিমিরে—

বিচ্ছেদের কল্পান্তরে প্রশ্ন ফিরে আসে চিরদিন ||

ফিরে আসে চির দিন ||