সমীরণ ঘোষ
Author / Editor : iPatrika Crawler

স্ক্র্যাপবুক
৯
কুকুরের মুণ্ডগুলো ঘষেঘষে চকচকে রাখাই
কুকুরঅলার কাজ
ব্রাসো নয়। ক্লান্তিকর জোব্বার হাতাই এই
নিয়তিকে রুদ্ধশ্বাস গুছিয়ে তুলছে
কিন্তু আইন আসবেই। সান্ত্রিসেপাই। নাটকীয়
হলের গুমোট
টিলার গম্ভীর থেকে দুই জ্যামিতিক কোণ
দুই শামলার চূড়ান্ত কুকুরঅলাকে
ভীতিকরভাবে ঘামিয়ে তুলবে
১০
ভোরবেলার মাস্টার বিকেলবেলার লাল
ছায়ার চরকা
উপাসনালদ্ধ হাওয়া। কুকুরেরা আছড়ে
দিচ্ছে বেকসুর স্তূপের পাথরে
ঘিলুর আর্তি হাড়ের মাস্টার ফুঁড়ে সন্ধ্যে বাজাবে
ভোরের কুকুর মাস্টারের স্মৃতির সূর্যাস্ত
মহড়ার ক্লান্ততম ছায়া
১১
খুবলে নেওয়া মাংস ছুড়ে দেয়
কুকুরেরা দাঁতে টেনে মাংসের
আর এক মাস্টার গড়ে তোলে
১২
রাত্রি কী ফিরিয়ে দেবে অভিশপ্ত পিঁপড়ের ছায়া
মাংসে ইস্পাতের রেণু তারই কিছু মহড়া তুলছে
কুকুরও নয়। দ্ব্যর্থহীন। মাস্টারও নয়
আশীর্বাদতাড়িত যাযাবর। যারা মাস্টার ও
কুকুরদের ছেঁড়ামাংসের দূত
নলির রক্তে যারা জিভের নিশান রেখেছিল
১৩
বালির মাংসে যারা এক পাও এগোতে পারছে না
মাস্টার ও কুকুরদের এই হিংলাজ
পা থেকে গন্ধ আর সংকেতপাঠের দুইই
চিবিয়ে নিচ্ছে মরুভূমি