আমি আমরা সেফটিপিন

শাশ্বতী নন্দ



চণ্ডীপাঠ না করুক

তবু, চটিজুতোর

বিশ্বাসঘাতকতা থেকে

বোতামের উধাও হওয়া

কত না দুর্দৈবে

হাঁফছাড়া ইস্তক, প্রাণ ঢেলে

সেবা করে গেছে আজীবন।

অথচ, বাঁকাচোরা জং ধরা

ডাস্টবিনে পড়ে এখন।

ও কি প্রতিশোধ নেবে!

ভয়ার্ত প্রহর কাটে

সে নিয়তি কল্পনায় প্রতিক্ষণ।




করমর্দন


বাড়িয়েছিলে হাত ঠিকই

ধরিনি তবুও, জানি

সরিয়ে নিতে পার

যে কোন বসন্তে, বর্ষায়।


শুধু তো অচেনা নয়,

চেনা কিছু করমর্দনও

বিপজ্জনক হয়ে উঠতে পারে

যে কোন অসতর্ক মুহূর্তে।



তবে কিনা


জানাই তো

সবটাই অভিনয়।

তবে কিনা–

ভালো অভিনেতা হতে হলে

মিশে তো যেতেই হয়

চরিত্রের চাহিদায়।


আর

কেটে গেলে হ্যাংওভার

পর পর নিয়ে যেতে হয়

আরো কটি চরিত্রে

অভিনয়ের–

আরো কটি প্রস্তাব।