কৃষ্ণা মিশ্র ভট্টাচার্য
Author / Editor : iPatrika Crawler
খামোশ
ইতিহাস এর জানালা খুলে সন্ত্রাসী মেঘেরা রাজপ্রাসাদে র চূড়ো ঢেকে শক্ত ঘাঁটি গড়ে।প্রেম ক্রমেই সংখ্যা লঘুতে পরিণত---সন্ত্রাসী প্রধান সেনাধ্যক্ষ্য আদেশ করেন--এখুনি সমস্ত আনন্দ প্রতিমা, ভালবাসার বিজন সন্দর্ভ জড়ো করে আগুন ধরিয়ে দাও---ঐ শুনতে পাচ্ছো, মেফিষ্টোফিলিস, ইবলিশ, শয়তানের ঠেকে ঘাতক ঘন্টা ধ্বনি বেজে উঠছে---যে বা যারা এখন পরপর নিহত হবে কিংবা যে বা যারা গৃহহীন হবে তাদের গোপন তালিকা প্রস্তুত করো--সাবধান তারা যেনো বিন্দু বিসর্গ টের না পায়--
--কিন্তু ঈশ্বর যদি টের পেয়ে যান--তাহলে তো তিনি তার সন্তান দের বাঁচাবার চেষ্টা করবেন হের লুসিফার,--
--খামোশ।
ঈশ্বর নেই--আর থাকলেও
আপনি কী ঈশ্বরকে ও হত্যা করবেন হের লুসিফার
ঈশ্বরকে হত্যা করতে হবে না--এমন স্ট্রাটেজি তৈরী করবো ঈশ্বরের অমৃতের ,প্রিয় সন্তানেরা নিজেরাই তাদের ঈশ্বর কে হত্যা করবে--
আর--
আর?
আর তারপর নিজেরাই একে অন্যকে হত্যা করবে---
দেখবে--কিভাবে গঙ্গা, পদ্মা, জর্ডন,সেইন,ভল্গা-মিসিসিপি থেকে শুরু করে সমুদ্র মানুষের রক্তে ভিজে যায়---রক্ত গোলাপ এর থেকেও লাল হয়ে ওঠে পৃথিবীর রাজপথ,জনপথ,হাইওয়ে, বুলেভার---
বিজ্ঞানের ছাত্র ছাত্রীরা রি-সার্চ ভুলে,যুক্তিবাদ ভুলে সমস্ত থিয়োরি পুড়িয়ে ফেলবে---ম্যানহাটান প্রজেক্ট এর নতুন কাহিনী লিখবে গবেষক এর দল---ডিনামাইট এর ডলালের পয়সায় গজিয়ে উঠবে ঝকঝকে অস্ত্র শালা---এটম বোমার চাইতে ও ভয়ংকর বোমাতঙ্কে কেঁপে উঠবে পৃথিবীর বড় বড় শহর, নগর, বন্দর, আকাশ চুম্বী অট্টালিকা---খলবল হাসতে হাসতে ইতিহাস প্রশ্ন করে---হের লুসিফার--এটম এর চাইতেও ভয়ংকর--হাইড্রোজেন বোমা?
না---মানুষের প্রতি মানুষের অবিশ্বাস,
মানুষের প্রতি মানুষের ঘৃণা
মানুষের প্রতি মানুষের তীব্র বিদ্বেষ
মানুষের প্রতি মানুষের অসহিষ্ণুতা
কিন হের লুসিফার এঞ্জেল?ঈশ্বরের প্রেরিত দেবদূত--ফরিস্তা--ওরা তো নিজেরা মরে গিয়ে মানুষ কে বাঁচিয়ে যাবে---ইতিহাস তো একথাই বলে---
লোভ।রিরংসা।কারাগার--এই এঞ্জেল, ফারিস্তা,আর ঔসব দেবদূত,মহামানব টানবদের জন্য জাল বিছিয়ে দেবো---আরে স্বার্থ পর করে তুলব----
পারবেন কী
সমস্ত মন্দির, মসজিদ, গুরদোয়ারা, সাইনাগগ,চার্চ--,মোনাষ্ট্রি---সবজায়গায় ইট পাটকেল বোমা, অস্ত্র শস্ত্রের আগার করে তোলো---জ্বালিয়ে দাও লোভের আগুন,হিংসা র আগুন----
পৃথিবীতে লোভ আর ধ্বংসের হিংসার আগুন জ্বলে উঠল---আত্মঘাতী খেলার আনন্দে প্রথমে একে অন্যকে খুন করতে লাগলো--তারপর সেমসাইড-----
পৃথিবী এক পুড়ে যাওয়া ধ্বংস প্রাপ্ত খন্ডহরে পরিণত--মহাখন্ডহরের ভেতর বহু আলোকবর্ষ পেরিয়ে যেতেযেতে কোনো প্রত্নতাত্ত্বিক একদা মনুষ্য প্রজাতির কঙ্কাল করোটি খুঁজে বেড়ান আর কপালের ঘাম মুছতে মুছতে মনুষ্য প্রজাতির বিলুপ্ত হবার বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজতে থাকেন--খুঁজতেই থাকেন--