আলগা লজিক



একটা অর্থের নাম
যে তুমি
এইসব
চারকোল ঘুম মগজ
পার হতে হতে
স্মৃতি
শান্ত এক রহস্যে
কে কার রেফারেন্স নিয়ে
হে ধ্বনি হে নিরাময়ের আলগা লজিক
ছন্দের ভেতর
ফোটা
কাঁচ একটি শীতল দৃশ্যে
পেতে রাখা ঋতু
অ্যালগোরিদম শব্দটায়
দেহের অতীত এক ক্ষণ অনেক...


বরফের ক্ষেত

ক্যামেরা
সে অর্থে ইন্দ্রিয়ঘন কোনও ক্ষত
কার
দ্বিধা অবধি
চরিত্র অবধি
যে অনুমতি হচ্ছে স্পর্শ
একটা খুব স্বাভাবিক
লাল রঙের নীল দিন
গান চলে যাওয়া ছায়ায়
কাতর
যে ছবি
একটা ফলিত তারিখের দাগ বরাবর
বরফের নোনা ক্ষেত
তিনভাগ যে অভেদ্য স্মৃতি
একটা ধাঁধা...