নীলাব্জ চক্রবর্তী
নীলাব্জ চক্রবর্তী
Author / Editor : iPatrika Crawler
আলগা লজিক
একটা অর্থের নাম
যে তুমি
এইসব
চারকোল ঘুম মগজ
পার হতে হতে
স্মৃতি
শান্ত এক রহস্যে
কে কার রেফারেন্স নিয়ে
হে ধ্বনি হে নিরাময়ের আলগা লজিক
ছন্দের ভেতর
ফোটা
কাঁচ একটি শীতল দৃশ্যে
পেতে রাখা ঋতু
অ্যালগোরিদম শব্দটায়
দেহের অতীত এক ক্ষণ অনেক...
বরফের ক্ষেত
ক্যামেরা
সে অর্থে ইন্দ্রিয়ঘন কোনও ক্ষতকার
দ্বিধা অবধি
চরিত্র অবধি
যে অনুমতি হচ্ছে স্পর্শ
একটা খুব স্বাভাবিক
লাল রঙের নীল দিন
গান চলে যাওয়া ছায়ায়
কাতর
যে ছবি
একটা ফলিত তারিখের দাগ বরাবর
বরফের নোনা ক্ষেত
তিনভাগ যে অভেদ্য স্মৃতি
একটা ধাঁধা...
Review Comments
Social Media Comments