রিমি দে
রিমি দে
লেখক / সংকলক : iPatrika Crawler
পথ ও বিপথে
১/
ঘুমটি এগোচ্ছে
এক পঙক্তির বিদ্যুৎ হয়ে-
ঘুমের ভিতর মশার কামড়
ধোঁয়াশার ওস্তাদি
কোমড় পেঁচান উত্তাপ ও উদ্গার
তনিমার বিশেষ ভংগিমার ঝড়জল
আসলে আয়নার ভিতর
একটু একটু করে হারিয়ে গিয়ে বেঁকে যাওয়া
আর আবডাল থেকে হাসি ভেঙ্গে ভেঙ্গে
ঐশ্বর্যের কাতর ছুঁয়ে থাকা
২/
পনের বছর আগের গল্পটি এখন মাছের পেট
অথচ মাছটি বিন্দুমাত্র আংটিও গেলেনি জ্ঞান কিংবা অজ্ঞানে
অথচ অন্ধকার অন্ধকার বলে
চিৎকার করে উঠেছিল একটি মসৃণ
বর্ষার ভোর
লম্বা একটি ছায়া নেমে এসেছিল মুখের উপর
নড়ে উঠেছিল তনিমার পাকস্থলী
মঞ্চের গাঢ় নীল পর্দা সরে গিয়েছিল দ্রুত
Review Comments
সোসাল মিডিয়া কামেন্টস