সঞ্জীবন রায়
লেখক / সংকলক : সঞ্জীবন রায়

অপেক্ষায় দাঁড়িয়ে আজও, যে বন্ধু
সঞ্জীবন রায়
এক বাক্স রামধনু ভালোবাসা হাতে নিয়ে সে হেঁটে গেছে
ব্যস্ত রাজপথ থেকে নির্জন মহল্লায়, বাগানে, রেস্তরাঁয়, মাছ-বাজারে,
আরোগ্য -নিলয়ের ভোজনকক্ষে, মৌতাতের দোকানে, অফিসের কাজের টেবিলে ,
বন্ধুর বাড়ির আড্ডায় ,সাহিত্য আসরে...
সন্দিহান তার উজ্বল চোখ একই সাথে খুঁজে ফিরেছে আত্মার আত্মীয়
আর সময়ের থেকে এগিয়ে থাকা কবিতার তাবৎ প্রকরণ , জ্যোতিষ নির্দ্ধারিত বিবিধ
নিদান থেকে ক্রমশঃ হারিয়ে যেতে থাকা বিশেষ বাঙালী রান্নার বিধি,
মুখ -বই বন্ধুনী অথবা যৌবন ফেরিওয়ালী ভিনদেশী যুবতীর সাহচর্য
ব্যস্ত গম্ভীরতা আর নির্মোহ রূপটানের আড়ালে তার দরাজ-দিল অজ্ঞাত থাকে নি ঘনিষ্ঠ মহলে,
পারিবারিক বিপর্যয়ের বিষাদ ঝেড়ে ফেলে সে যোগ দিতে চেয়েছে আনন্দ-নিখিলে
বন্ধুতাই ছিল যার একমাত্র সম্বল,বন্ধুত্বের কতটাই বা তাকে দিয়েছি ফিরিয়ে প্রতিদানে ?
শেষ না হওয়া সফরের বাঁকে আজও অপেক্ষায় দাঁড়িয়ে আছে , আমাদের বন্ধু দীপঙ্কর ।