না

কেন, উন্মাদ করে না ভালোবাসা__

আমি শুধু, নতুন কাগজ কিনি__

খালি গায়ে ঘুরে বেড়াই ঘরের মধ্যে__চারপাশ

থেকে, কেশে ওঠে মানুষ__চারপাশ থেকে

কতশত ব্যর্থ দিন বহে গেল__লাল মোটরগাড়িতে, আমার

হাসা হলো না__বিয়েবাড়িতে, যথাযথ

হাসা হলো না আমার__চিহ্ণহীন

বছরগুলো, ওই, পড়ে আছে পেছনে__ প্রত্যেক

জানলার পর্দা সরিয়ে, আমি

বাড়িয়ে দিই মুখ__আমি দেখি

একটা দিন, আরেকটা দিনের মতো

আরেকটা দিন, আরেকটা দিনের মতো

একইরকম, অস্থিসার, ফাঁকা