হাত থেকে তার পড়ে যায় খসে

অবশ্য আধলা ধুলোয়।

চোখ ঠেলে খোলা অসাড় শূন্যে।

প্রাণ, তুমি আজো আছ ঐ দেহে,

আছ মুমূর্ষু দেশে।

কঙ্কাল গাছ ভাদ্রশেষের ভিখারী ডালটা নাড়ে,

কড়া রোদ্দুর প্রখর দুপুরে ফাটে।

হাতের আঙুলে স্নেহ দিয়েছিলে

চোখে চেনা জাদু আপন ঘরের বুকে –

বাঙলার মেয়ে, এসে ছিল তার জীবনের দাবি নিয়ে,

দুদিনের দাবি ফলন্ত মাঠে, চলন্ত সংসারে;

কতটুকু ঘেরে কত দান ফিরে দিতে।

সামান্য কাজে আশ্চর্য খুশি ভরা।

আজ শহরের পথপাশে তাকে ছুঁড়ে ফেলে দিয়েকোথা

সভ্যতা ছোটে তেরোশো পঞ্চাশিকে।।