ফূল ফুল তুল তুল গা ভেজা শিশিরে,

বুল বুল মশগুল, কার গান গাহিরে?

তর বর উঠে পর রাত ভোর দেখ না?

হাত তুলে প্রাণ খুলে স্রষ্টারে ডাক না..

ঝিক মিক দশ দিক নাই পিক পাপিয়া..

সাদা বক চক চক উড়ে যায় ডাকিয়া..

বিল ঝিল খিল খিল লাল নীল বরণে,

গাছে গাছে ফিঙ্গে নাচে চঞ্জল চরনে।

ভেজা ভেজা তাজা তাজা শেফালির সুবাসে,

শিশুদল কোলাহল করে নানা হরষে।

টিদার জরিপার শ্যাম শাড়ী অঙ্গে

এ্যলো কেশে এলো হেসে শরত এ বঙ্গে..