অনিন্দিতা ভৌমিক
                            
                        অনিন্দিতা ভৌমিক
Author / Editor : iPatrika Crawler
 
                                    
অনিন্দিতা ভৌমিক
নিষাদ
যেন কার পতন ছিল মৃদু হাহাকারে
যেন ছিল এক দিগন্তসম প্রাচীন বাতাস
তবুও তো, দৃশ্য বলতে আমি কেবল শব্দের ভার বুঝেছি। পানাপুকুরে উঠে আসা সামান্য বুদবুদ। ঘ্রাণ, স্বাদ, শ্রবণ ও বাতিল রাস্তার ধারে কখনো তুলে নিতে চাইনি প্রিয় নিসর্গ শোভা বা ভ্রূকুটির সারল্য।
অথচ হে নির্বেদ, এই নশ্বরতা তো চিরকাল থেমে আছে ধূসর পোস্টারে। এই অতৃপ্তি কেঁপে ওঠে চূড়ায়, যন্ত্রণায়, শ্রান্তির নির্জনে। আমাকে বরং অস্থায়ী সখ্যতায় দাও চাপচাপ কালো ধোঁয়া। একরত্তি অসুখে দাও অনন্ত অপচয়। যেভাবে প্রতিটি শরীরে ঘোরতর নিষাদ। আর সমস্ত প্রার্থনা, চোখের মতো ঘোলাটে।
                                Review Comments
                            
                        
                                Social Media Comments
                            
                         
             
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    