কবিতা বন্দ্যোপাধ্যায়
কবিতা বন্দ্যোপাধ্যায়
Author / Editor : কবিতা বন্দ্যোপাধ্যায়

বড় অবেলায়
কবিতা বন্দ্যোপাধ্যায়
ময়ূরাক্ষী, মনে আছে আমার কথা ?
সেই যে সেদিন অবেলায় ডুব দিয়েছিলাম তোমার অতলে !
তারপর থেকে, হ্যাঁ তারপর থেকেই
বিস্মৃতির গহীনে তলিয়ে গেছি আমি ,
দিন রাতের সীমানা পেরিয়ে ছুটে চলেছি এক আগ্রাসী ইচ্ছেয়,
আমার রক্তাক্ত পা প্রতিবাদ করলেও
অদম্য উৎসাহে ভাঁটা পড়েনি,
কারণ আমার জ্বরতপ্ত শরীরে তোমার নাম নিরাময় এনে দেয় যে...
তাই ডুবতে চেয়ে ক্রমাগত ছুটেই চলেছি ,
উপরে বিশাল আকাশ আর ছড়িয়ে ছিটিয়ে থাকা তারাদের সাক্ষী রেখে আমি তোমার গভীরে ডুবে যাবো,
ভোরের শুকতারা লজ্জায় লাল হলেও ক্ষতি নেই !
হিংসুটে শ্যাওলা, আগাছারাও দেখুক না !
সবশেষে তোমার পাশের চরে ক্লান্ত আমি ঘুমিয়ে পড়বো আবার একটা রাতের অপেক্ষায় ;
Review Comments
Social Media Comments