কথা বলি আমি ঝরে যায় ঝরাপাতা

হাওয়ায় উড়ছে তোমাদের হালখাতা।

তোমাদের সাথে ব্যবধান চিরদিন

হিসেব নিকেশ মেলে না তো কোনো দিন।

সামনে কেবল খোলা আছে এক পথ

এই পথে কবে চলে গেছে সেই রথ।

রথের মেলায় এসেছিল এক ছেলে

বিস্ময়ভরা চোখের পাপড়ি মেলে।

ওই সেই ছেলে হারিয়ে গিয়েছে মাঠে

তাকে খুঁজে ফিরি হাটেবাটে ঘাটেঘাটে।

তার চোখে জ্বলে আগামী দিনের রোদ

পোশাকে তো তার ছিল সম্ভ্রম বোধ

সাহসের কথা বলতো সে আগেভাগে

এখন সে নেই বলো তো কেমন লাগে।