সেমি ভায়োলিন 

অরুণকুমার দত্ত



৯.

একটা দীর্ঘ বেড়ে ওঠা ঝড়ের বিকেলে 

গুঁড়ো গুঁড়ো    আমি আর নেই

নেই আমার   স্যাটায়ার জড়িবুটি 

#

খোলা পেন জাগিয়ে রেখেই 

মরে গেছে খোলা খাতা 

যার জানলায় না লেখা একা

একান্নে ফোটেনি পাখির মিড়

সিনকোনা খড়ে

সেলাইভাতি

নরম 

পরম

#

এদিকে এখন মায়ামৃগ বনে 

যেখানে যা কাটা ভালভ্ জ্বলে আছে 

জ্বলে থাক নিরুপম

#

এখানে সৌরছন্দ

এখানে জলরঙ

#

ভেসে ওঠা ভেতরের আদম আঘাত

ঘাটে আসে   

বাঁধে   

ভোরের নক্সায়   পরমান্নের রঙ


১০.

কিভাবে পাড়ে আছি

পঞ্চবটে খুলে রাখি      ব্রজঋণ   বর্ষ-নিক্ষেপ 

#

সংলাপ 

#

এখনো অনেক বাকি

#

আলুনি বিকেল

#

বন্ধনীহীন    শিকড়ের স্বর

#

স্বরজিয়া প্রবাহিনী     মস্তকে গজায়

বহুদূর উঠে যায়     আকাশে মহায়

#

শিরনামে     কারা নামে

কারা কারা    রসাতল 

#

ভলগ্যানো  গামার নভেলে 

  গামচিল উড়ে উড়ে ফিরিবেই ঘরে 

#

তার রান 

তার সাহারায় 

  কাঁদিবেই ঘুম মদিনা বাতাসে