সুকুমার চৌধুরী
সুকুমার চৌধুরী
Author / Editor : iPatrika Crawler

সাইবেরিয়ার পাখি
সুকুমার চৌধুরী
১
কারা যায় অরণ্যে পাহাড়ে
সাইবেরিয়ার পাখি
ছত্র স্নায়ুগান
নারকীউল্লাস
পাখি গান অবৈধ আবেগ
যাই যাক
সাথে সাথে যায়
এক আর্ত আত্মা
নিঃসঙ্গ নির্মাণ
সকলে জানে না
২
যে হ্রদ অর্জন করে
সমুদ্রপ্রতিভা
যে অরণ্য
অগম নির্মাণ
যেখানে পাখির গান
জিগীষাবিহীন
শুধু নির্মাণের সুখে ফোটে
অনাবিল ফুল
আমি সেই
হিরন্ময় প্রকৃতির অণু
ভালবাসি পূজা
৩
সন্ধ্যে নেমে এলে
বেজে ওঠে অরণ্যের
স্বতন্ত্র সেতার
পানকৌড়ির জলদৌড়
মুছে যায়
অন্ধকার জলঘুমে
শুধু তার বিশাল চুলের ঢালে
জ্বলে ওঠে স্পর্শলোভ
উন্মাদ জোনাকি
আর হাওয়া এসে চুপিচুপি
দিয়ে যায় মুগ্ধবোধ
মগ্নতার পাঠ
৪
আমরা আগুন ঘিরে
চুপচাপ বসে থাকি
মধ্যরাতে
সেঁকে নিই বিষণ্ণতা শীত
আমাদের বোধ আর নিজস্ব বিষাদগুলি
অরণ্যের প্রগাঢ় নির্জনে
মিলে মিশে এক হোয়ে যায়
কতদিন পর আমরা অনুভব করি
নিরবতা কতকিছু বলে
৫
শেষরাতে অনিবার্য গণঘুমে
একা একা জেগে
ফিরে যেতে যেতে
মনে পড়ে
এখানেও ছিলো এক
কষ্টকৃত পশুশালা
সাজানো বাগানভুমি
মিউজিয়মের কাঠ ও পাথর
আরও
কত অন্ধ আয়োজন
Review Comments
Social Media Comments