প্রণব চক্রবর্তী
লেখক / সংকলক : প্রণব চক্রবর্তী

মহাকাশ, অণ্ড ও অণ্ডকোশ বিষয়ক
প্রণব চক্রবর্তী
১।
মহাকাশ এবং অণ্ড বিষয়ক ভাবনায়
জড়িয়ে গিয়েছি
বিষয়টি শুধুই অণ্ড কিংবা অণ্ডকোষ সম্পর্কিত হলে
স্ট্রেট রেফারড টু ডাঃ সরকার দ্য অলরাউণ্ডার
কিংবা সত্যজিৎ রায় থাকলে
বলে কয়ে 'অণ্ডকোষে গণ্ডগোল' শিরোনামে
কিছু লিখিয়ে নেয়া যেত
কিন্তু অণ্ড বিষয়ে এত সব মহামানবেরা
নামকরা মুণি ঋষিরা ভেবে গিয়েছেন যে
ছোটখাটো কাউকেই আর খোঁচাতে পারছি না
অতঃপর অমরকোষে গেঁড়ে বসি--
ঋগ্বেদে অণ্ড বা আণ্ড অর্থে ডিম্ব
চৈতন্য চরিতামৃত লিখেছে--
"অগণ্য অনন্ত যত অণ্ডসন্নিবেশ
ততরূপে পুরুষ করে সভাতে প্রবেশ।"
২।
পুরুষ অণ্ডধারী আর অণ্ড রক্ষিত হয় অণ্ডকোশে
অণ্ডকোশ সেই বহিরাবরণ, অণ্ড যার অন্তঃপুরে থাকে
কি করে এড়াবেন এই রোমাঞ্চক ভাবনা
ভাবুকেরা ব্রহ্ম ভেবেছে শুধু নয়
ব্রহ্মের অণ্ড-টিও যত্ন নিয়ে ভাবনায় বেঁধেছে
ফনশ্রুতি ব্রহ্মাণ্ড শব্দ
অর্থাৎ ব্রহ্মের অণ্ড ব্রহ্মাণ্ড--
অমরকোষ বলছে যেমতি কুক্কুটের অণ্ড কুক্কুটাণ্ড
৩।
জলপথে এতদূর এসে অণ্ড শব্দে ঘাই মারতেই
সৃজনের গুরুমস্তিষ্ক লা-বনবন চড়কে ঝুলছে
এযাবৎ যতরকম অণ্ড অভিজ্ঞতায় ঘেঁটে ফেলেছি
কখনও খেয়ে কখনও সৌন্দর্যে মুগ্ধ
আবার কখনও কলম্বাসের গল্পে ইত্যাদী
সবখানেই অণ্ড প্রায় গোলাকৃতি ডাইনোসরের হলেও
যদি তাই হয় ব্রহ্মের অণ্ডটিও প্রায় গোলাকৃতিই হবে
প্রশ্ন সেটি ফেটে গিয়ে পুতিন বাইদেন সহ
আমি তুমি সে ও তাহারা শ্রীরাম যীশু মহম্মদ পরমহংস
যদি এই বৃক্ষ পশু লতা কীট পতঙ্গ ক্যালকেলে মশা ও মাছিরা
বেরিয়ে প'ড়ে থিকথিক কিলবিল খলবলাছি
বুকে হাঁটছি কখনও সাঁতার উবুচুবু জলে
তবে আর ব্রহ্মাণ্ড অর্থাৎ ব্রহ্মের অণ্ড
থাকারই কথা নয় কারণ অণ্ড যেহেতু
অণ্ডকোশের ঘেরাটোপে সীমায়িত ফেটে গেলে ফুস
ব্রহ্মকে তবে অসীম বা নিরাকার বলবারও সুযোগ
ভেসে যাবে কাদাজলে শাস্ত্র হবে ফাঁকা আওয়াজ
টিকি হারিয়ে ফেলবে ফুল বেঁধে ঘোরার প্রয়োজনীয়তা
অতএব ময়দানে এক্ষুনি নেমে নির্দ্ধারণ করে নিতে হবে
ব্রহ্মাণ্ড আছে কিনা নেই--
ব্রহ্ম যদি থাকেও ধরে নেওয়া হয়
তার আণ্ডটি আছে বলবার কোনও ছাড়পত্র
আপাতত দেওয়াই যাবে না আর তাই
চৈতন্য চরিতামৃতাকার সচিৎকার বলে দিয়েছেন--
"অগণ্য অনন্ত যত অণ্ডসন্নিবেশ
ততরূপে পুরুষ করে সভাতে প্রবেশ।"
৪।
অতএব এ কাল নিশীথে ওগো প্রিয়ে
চোখে চোখ রেখে আমাদের বলতেই হবে
ব্রহ্ম আছেন কিন্তু ব্রহ্মাণ্ড বলিয়া কিছু নাই
যাহা গোচরীভূত গ্রহটির চারপাশ জুড়ে
যার মধ্যে আমাদের বসবাস খ্যাতি প্রভুত্ব প্রজনন
সমস্ত জুড়েই মহাকাশ নীল ও অমোঘ
আকীর্ণ শূন্যে বিলীন আমাদের যাবতীয়
আছি আর নেই
যাবতীয় অণ্ড ও অণ্ডকোশ সবখানে মহা গোলযোগ...