নিশি পুরান

মুন্সী মহম্মদ ইউনুস


১।
নিশি পাওয়া মানুষের মতো পথ হাঁটি।
পায়ের বাঁকা পাতা কেবলই উল্টো দিকে ঠেলে।
এ কোন সাধনা শেখালে সাঁই?
রক্তমাখা শব মাড়িয়ে মাড়িয়ে ...
এমন রাজপথতো চাইনি।
সংবিধানের শপথ অক্ষরের দলমাত্র,
মানুষের রক্ত যখন পশুমাংসের চেয়ে শস্তা।

২।
সুখ আর শিশ্নের সম্পর্ক
যেমত তোমার ও আমার।
সুখের সন্ধানে তোমার আস্ফালন
আমার নিয়ত ধর্ষণ...।

৩।
দোল পূর্ণিমার রাতে, কথা ছিল
ভালোবাসার বৃষ্টিতে ভিজবো দুজনে
কথা ছিলো, বসন্তের রঙ হয়ে
আলো দিবো, জল দিবো
আজ তারাখসা ছাই জমে আছে
ফ্লাটের আনাচে – কানাচে।