সমীর মজুমদার 
                            
                        সমীর মজুমদার
Author / Editor : iPatrika Crawler
 
                                    
মৃত বন্ধুদের জন্য 
সমীর মজুমদার 
এখনও প্রবল বৃষ্টিতে মনে
পড়ে
তোমার সকল ভান
ও ভনিতা।
ঝড় উঠেছিল
খুব, আমি উড়ে
পড়ছিলাম
তোমার বাগানে
তুমি খসে
পড়ছিলে
আমার বাগিচায়।তারপর
প্রবল বর্ষা শুরু
হল
আর দুজনেই
গলে গেলাম একে
অপরের
বাগানে। ব্যস,এটুকুই হাবুডুবু কথা
এখনও বৃষ্টির দিনে
রূপকথা হতে
চায় এই গপ্পো
আর
আমি তাকে আকাশ দেখাই।
                                Review Comments
                            
                        
                                Social Media Comments
                            
                         
             
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    