হিংসে
হিংসে
Author / Editor : সুভাষ মুখোপাধ্যায়
যাবার আগে মিটিয়ে নেব
যার যার সঙ্গে আড়ি
উঠলে ঝড় ছুটব বাইরে
তারপরে তো বাড়ি
ঠিক করি নি কিসে যাব
হেঁটে না সাইকেলে
ঝনঝনালে পকেটে পয়সা
মাটিতে দেব ফেলে
মাটি কাঁপছে, কাঁপুক।
চল্ রে ঘোড়া!
হাতে তুলেছি চাবুক
মুখপুড়িটা তাকাচ্ছে, দ্যাখ।
বলছে, আ মর মিন্সে-
ও কিছু নয়, বুঝ্লি না রে
হিংসে, হিংসে, হিংসে।।
যার যার সঙ্গে আড়ি
উঠলে ঝড় ছুটব বাইরে
তারপরে তো বাড়ি
ঠিক করি নি কিসে যাব
হেঁটে না সাইকেলে
ঝনঝনালে পকেটে পয়সা
মাটিতে দেব ফেলে
মাটি কাঁপছে, কাঁপুক।
চল্ রে ঘোড়া!
হাতে তুলেছি চাবুক
মুখপুড়িটা তাকাচ্ছে, দ্যাখ।
বলছে, আ মর মিন্সে-
ও কিছু নয়, বুঝ্লি না রে
হিংসে, হিংসে, হিংসে।।
Review Comments
Social Media Comments