তড়িৎ মিত্র
Author / Editor : iPatrika Crawler

আমার আকাশ নেই
[১]
**
৬৫তে শুধু পা নয় পুরো
শরীর টা দিলাম ওই সেপ্টেম্বর
অবশ্য বাড়তি উপহার কিছু
জোটেনি ওই ১২বছরের
C.O.P.D অর্থাৎ ফুসফুস হৃদয়
জনিত হাঁপানি নিয়ে সস্তার
একটা কেক কেটে ফর্দাফাঁই
করলাম -!সাথে ল্যাকপ্যাকে মোম !!
তারপর গোটা পাঁচ পেগ ভদকা -
"হাঁপানি বার্থ ডে "।
---------------------
[২]
**
ইতিমধ্যে দুটো দাঁত খসে গ্যাছে
নক্ষত্র পতনের মতো -!অন্যান্য
সম্পত্তি বলতে কালো কালির
দোয়াত , একটা কলম-!আর
একটা মধুবনী খাতা অসম্পূর্ণ
নাটকের নধর দুটো অংক ।
যদিও শীর্ষক নিয়ে রিনরিনে এক
দুর্বলতা এখনও দেখা দেয়নি -!
অর্থাৎ যে সমস্ত নাট্যকার-রা
মরে গ্যাছে তাদের গোষ্ঠীতে
কোঁকাতে কোঁকাতে টিঁকে আছি -!
যাকে বলে মুখ উঁচিয়ে টিঁকে
আছি -!যেন ভাঙন ঐতিহ্যের উট !!
-------------
[৩]
**
তারপর ও কিন্তু বলা যাবে না
আমি শালা ক্যাওড়া বঙ্গালী -!
খুন খারাপীর শিশ্ন ওঠানো-
বলবর্দ্ধক উত্তেজনা এখনো জেগে
আছে । এক গাম বাট রাজপুত্র
কে কুঁচিয়ে কিমা বানাবার
প্রবল সিগনাল জ্বলজ্বলে এখনো -!
------------------
[৪]
যদিও যে কোন চিহ্নের
চাইতে সরাসরি কোপানোটাই
ভালো -!
বিমুক্ত করতে বা বাঁধন আলগা
করবার চাইতে বরং
পাছার তলায় RDXরেখে
দিলে এ যাত্রায় কাজ দেবে বেশি !
ভালো হয় যদি একটা AK47
যোগার করা যেতো তাহলে
অন্তত ১৬জন বাহুবলীকে
"ছন্নি" করে দিতাম -!মা কসম !!
----------------
[৫]
**
কিন্তু "দিক্কত" অন্য জায়গায় -!!
আমার আকাশ নেই -!
খুন খারাপীর পর শেল্টার
নেবো কোথায় -??
আমার তো আকাশ নেই !!
--------------