বিশ্ব আঁধার ভেদিয়া করে বন্দনা

নবীন রক্ত তপন মহান আলোকে |

গরজি গভীর স্বননে ধায় পারাবার

চুমিতে চরণতল অতুল পুলকে!

বনে উপবনে ফোটে কত ফুল

শিশিরসিক্ত নব-লাবণ্যে ভরিয়া

পরিমল শোভা সকলি বিকশি উঠে

তব মধুর পরশ লাগিয়া

দিগ্ দিগন্তে চুমিয়া বহে সমীরণ

কাহারে খুঁজিছে সে দিশেহারা ?

শান্ত উদার গগনে, অযুত অযুত তারকা

কৌতুকভরে নেহারে কাহারে তারা ?

কুলকুলু নাদে তটিনী ছুটিছে

তার বক্ষে বিপুল বাসনা

প্রেম-পাগল হিয়াখানি আজি

ওই চরণে করিবে লগনা |

গীতগন্ধ ছন্দোময় বিশ্ব

কত বন্দন পাঠায় তোমারি কাছে |

ওগো গম্ভীর, ওগো সুন্দর, ভূবনবাঞ্ছিত

কি দিবে দীন, শুধু করুণা যাচে |