কালীপদ চক্রবর্ত্তী
কালীপদ চক্রবর্ত্তী
Author / Editor : iPatrika Crawler
বৈশাখী
কালীপদ চক্রবর্ত্তী
চারিদিকে ঝড় উঠেছে,
কাঁপছে ভূমি কাঁপছে।
গাছ-পালার ও রেহাই নেই আর,
সবাই কেমন কাঁপছে।
পূবের আকাশ লাল হয়েছে,
সূর্যটাও ভাবছে।
চারিদিকে ঝড় উঠেছে,
কাঁপছে ভূমি কাঁপছে।
পাগলা গোপাল আনন্দেতে,
দু’হাত তুলে নাচছে।
চারিদিকে পোড়া গন্ধ,
এদিক, ওদিক ভাসছে।
চারিদিকে ঝড় উঠেছে,
কাঁপছে ভূমি কাঁপছে।
চালাক-চতুর শিয়ালগুলো,
লেজ গুটিয়ে ভাগছে।
আনন্দেরই জোয়ারেতে,
মানুষগুলো হাসছে।
রঙফানুষের নেশা
রঙের নেশায় মানুষগুলো
নাচছে কেমন নাচছে রে,
সর্বাঙ্গে তার কাদার প্রলেপ,
তবুও কেমন হাসছে রে।
পুতুল নাচের এই দুনিয়ায়,
প্রলয় নাচন নাচছে ঐ,
সাপের বিষে গরল জেনেও,
নেশা ছাড়তে পাড়ছে কৈ?
নীলকণ্ঠ হবার আশায়,
বিষ-সমুদ্রে দিচ্ছে ঝাঁপ,
যৌবনের ঐ উদ্যমতায়,
জেনেশুনেও করছে পাপ।
দিন-দুপুরে মুখোশ পরে,
শোনায় কত নতুন গান,
সন্ধে হলে তারাই আবার,
‘ম’-এর নেশায় মজা পান।
রঙ প্রদীপের চমকেতে,
চামচিকেরাও দিচ্ছে প্রাণ,
ভদ্র, সভ্য মানুষগুলো,
কেমন করে বাঁচায় মান?
Review Comments
Social Media Comments