কৌশিক চক্রবর্তী
কৌশিক চক্রবর্তী
Author / Editor : iPatrika Crawler

রা কিংবা স্তা – য়
ক্রমশ উড়েছ ...
আপেলের স্নেহ
কোলাজের বহুরূপী
তাই
এইবার children song
এই পেশ্কশ্
এই মুমূর্ষু জোকার
বসাচ্ছে
ঝিমগন্ধ নেশাতুর পুরোনো দালান
যদিও খাড়াই
আরামপ্রিয় চৌকাঠে দুপুরের ওম
সোনালির ...
পাতারা ছোঁয়াচে
এ সবের আলোছাড়া মানে
এ সবের কাটাছেঁড়া মানে
এ এরা
পাহাড় থেকে নামা কাঠপুতুল
u turn ঘিরে একে... একে... একে...
বুক থেকে নামছে tenor-এ
অথচ / কিন্তু / যদিও
এটা তার orbit নয়
এটা তার orbit নয়
এটা তত @rbit নয়
ঘুম নামের জুলাই
আনচান দৌড়ে এল বেলুনের রঙিন মেনুকার্ড
ভিজে পাঁচিল এই ঘুমকাল
তার হাত ধরা গোল আয়নায় ট্যুরিস্ট সাইকেল চোখ মটকাতে
আদুরে ফায়ারক্যাম্পের লতাপাতা এগোয়
জুলাই ফেরির বাইপাস।
তার রুমালে রুমালে কয়েক মিনিট নিষেধ আঁকার আপেল।
প্রসূতিসদনেরা ভ্রাম্যমাণ...
উড়ছে আবিরে আবিরে
হাতে লেখা পিকনিক
ফেরত আসার পাড়ায় বিলাসী নদীর গোল্লাছুট চাঁদ রাখে সাইকেলে
আলোপিকনিক মাথার ভেতর বুনছে শরারতির জেব্রাক্রসিং।
এইবার স্নানের দুপুর ভিজোনো অন্তঃস্থ বর্ণেরা ডুবে যাবে মায়ামহল্লায়
অওঁধা গোলাপিলতা ছুঁয়ে দেবে
পাথরের বয়ঃসন্ধি ছুটিঘাসে লিখে রাখছে ক্রেয়নের সঁইয়াঁ
এরপর খুদকুশির রাত নামলে...
সোনানৌকো, আমাকে আদরে রাখবে না ?
পায়রাফর্সা সপ্তক রাখা ছুপামঞ্জিল।
ক্রিমের ফোয়ারা রা রা রা তার আলোচুম ঘরে
গান তো এই সবে এনেছে
Review Comments
Social Media Comments