প্রণব বসুরায়
প্রণব বসুরায়
লেখক / সংকলক : iPatrika Crawler
সেই রণ
কতটা কৃপণ হতে হবে
তীক্ষ্ণ কৃপাণ সে কথা জানে না
তার কাজ বার বার তুলো কাটা...
এদিকে
ধাতুমুদ্রার মূল্য কিছুটা বেশি, আমাদের আমিষ হেঁসেলে
#
কুচকাওয়াজের ময়দানে এখন নিভু নিভু আলো
ক্লান্ত ব্রাজক সেখানে টাঙিয়েছে এপিটাফ
বাতাস চিরে যে শব্দ বুলস আই হিট করতে পারে
তেজস্ক্রিয়তার ওপর পট্টি বেঁধে, তাকে নিয়ে
লোফালুফি খেলা চলে নদীর চরায়
মহাশ্মশানের ভৈরবীর বেড়াল পাঁচিলে দাঁড়িয়ে
সেই খেলা অপলক দ্যাখে
#
দূর থেকে সেই রণ দেখছি আমিও
Review Comments
সোসাল মিডিয়া কামেন্টস