ফারাহ্ সাঈদ
ফারাহ্ সাঈদ
Author / Editor : iPatrika Crawler
বন্ধ কেন হবে গাছ
গানক্লান্ত বন্ধ কেন হবে গাছ
ওহে ক্লিভলেন ! বৃষ্টিফোঁটা নয়
বরং সিগারেট খাবো আজ
বৃষ্টিফোঁটারা হামা দিতে জানে না
কেননা তারা হামা দিতে জানে না
সফরে লেখা চিঠির হিম
উল্টোখামেও পাঠানো গ্যালো না
কেবল খুলে দিতে পারি গান
লেন বাইলেন গাছের সমান
দ্যখো, আমাদেরই নিরাকার গ্রহে
উযমা নেমে যাচ্ছে ধীরে !
প্রেক্ষাগৃহ
পুরুষময় সংলাপে ডুবে যাওয়া আবার ভেসে ওঠা ভেটিকান দেখি।
পর্দায় নিষ্পলক তাকিয়ে থাকা ছাড়া আজকাল ঈশ্বরের আর তেমন কিছু করার নেই।
তাঁর যাবতীয় অনুচরেরা উচ্চতাহীন চেয়ারের কোরাস শুনে হয়ত চলে গেছেন, সেই কবে।
রক্তের গভীরে যিনি ঘুমিয়ে আছেন তবে কি তিনি ছায়াছবির নিকটতম আত্মীয় ?
নদীর মতই সহসা ইন্টারভেলে আমরা জেগে উঠি। কম্পমান! লাস্যময়ীর ছুঁড়ে দেয়া
সাসপেন্স এড়িয়ে শুকনো মৌসুম সহসা সীটের তলায় জীবন্ত পলিমাটি জমা করে !
এরি মেঝে কোজাগরী পাপের দৃশ্য মুছে নিয়ে যান আমাদের নিধুবাবু। সটান ঝংকারে !
Review Comments
Social Media Comments