বিদ্রোহী 




ছোটবেলা থেকেই একটুকু জল ঘাঁটলে আমার সর্দির ভয় 

ডাক্তারবাবু বলেছিলেন কোল্ড এলার্জি

পরামর্শ মেনে দূরেই আছি আজীবন মাটির লড়াই ছেড়ে 

রোদ জলের বন্ধুতা ছেড়ে 

ছাদের তলায় অগত‍্যা আশ্রিত কবিতা নিয়ে  

বিশেষত বিদ্রোহী চেতনার বিপনন করেছি বিজ্ঞপ্তি মেনে  

মানানসই ছবি আর বলিষ্ঠ কন্ঠে...

তারপরও আমার স্টেটাস বাবা মায়ের স্নেহভাজন বাবুসোনা

মধ‍্যপন্থার অনুশাসিত লক্ষণ গন্ডীর গৃহপালন।


শেষবেলার সূর্য ছিনতাই হওয়ার পর

অন্ধকার বরফের মত ঠাণ্ডা মনে হয়

কবরে শুয়ে থাকা প্রিয়জনের কথা ভেবে

সৌম তীব্র গাঢ় অনন্ত নিস্তব্ধতায়

একফালি সাদা চাঁদ নিয়ে শোকজ্ঞাপন করেছি  সারারাত। 


দুপুরের কমলা সতর্ক শ্বাসবায়ু নিস্তেজ হলে

বন্ধ দরজা বন্ধ জানালার খিল খুলে দেখি

আমার কবিতার উঠোনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে

কালবৈশাখি শেষে আলুথালু ব‍্যতিক্রমী বিদ্রোহী ইন্দ্রদারু ঝাউ।