মনীষা কর বাগচী
লেখক / সংকলক : iPatrika Crawler

পৃথিবীর অসুখ
"হাসপাতালে বেড খালি নেই। অক্সিজেনের অভাবে শ্বাসযন্ত্র বিকল। নিগম ঘাটে জায়গা নেই। কবরস্থানে লাশের মিছিল...
সবকিছু পেরিয়ে বাঁচবে মানুষ, মানুষ বেঁচে উঠবে আবার। সবাই বাঁচবো আমরা। ভালো থাকবো। দেখা হবে আমাদের এক সুন্দর সকালে।"
মানুষের চোখে হাজারো স্বপ্ন লুকিয়ে থাকে। আজন্মকাল চলে এই স্বপ্ন দেখা। কিন্তু এখন স্বপ্ন দেখতে ভয় পাচ্ছে চোখ। রাত পোহালে কার পালা কে জানে। প্রতিটি মানুষের মনে প্রচন্ড বিভীষিকা। কোন মুহুর্তে কার শ্বাস প্রশ্বাস বন্ধ হবে কেউ জানেনা।
আজ ধরিত্রীর অসুখ। অসুখে ছটফট করছে মা আমার। লাখ লাখ কোটি কোটি সন্তান হারিয়ে ব্যথাতুর, যন্ত্রণাক্লিষ্ট, ভয়ভীত সে।
ভয়ঙ্কর মহামারীর জনক এই করোনা ভাইরাস থেকে কে বাঁচাবে পৃথিবীকে। বৈজ্ঞানিকেরা আপ্রাণ চেষ্টা করে চলেছে। কতটুকু তার লাভ হয়েছে সে তো দেখাই যাচ্ছে। ত্রাহি ত্রাহি চৌদিকে।
চারিদিক থেকে মৃত্যু সংবাদ আসছে। মৃত্যু সংবাদ শুনতে শুনতে বাঁচতে ভুলে গেছি। আর সহ্য করতে পারছিনা। বারবার মনে হচ্ছে এই পৃথিবীর রূপ সৌন্দর্য উপভোগ করার জন্য থাকবে তো কেউ ? কতদিন, আর কতদিন এভাবে মৃত্যুকে এড়িয়ে এড়িয়ে বাঁচবে মানুষ?
তবুও আশা ছাড়িনি আমরা। "যতদিন শ্বাস ততদিন আশ"! পৃথিবীর অসুখ সেরে যাবে একদিন। বন্ধ হবে মৃত্যু মিছিল। ঘরে ঘরে জ্বলবে দীপাবলির আলো। বন্ধু যাবে বন্ধুর বাড়ি। প্রিয়জনের সঙ্গে হবে দেখা আবার। আপনজনকে বুকে জড়িয়ে জুড়াবে প্রাণ।
হে ঈশ্বর এবার রক্ষা করো তোমার সৃষ্টি।