আর কত ভালবাসলে

ভালবাসবে তুমি আমায়?

আর কত কাঁদলে

গলবে তোমার হৃদয়?

আর কত রাত জাগলে

বুঝবে তুমি আমায়?

আর কত অপেক্ষা করলে

শেষ হবে অপেক্ষা আমার?

আর কত দিন কাটলে

আসবে তুমি কাছে আমার?

আর কত পোড়ায়ে

খাটি করবে আমার হৃদয়?

আর কত সাগরে ভাসলে

দেখা দিবে তুমি আমায়?

আর কত পরীক্ষার পর

শেষ হবে আমাকে জানার?

আর কত ভালবাসলে

ভালবাসবে তুমি আমায়?

আর কত কাঁদলে

গলবে তোমার হৃদয়?