রেয়াতের জন্য বাড়তি কিছু




আঙুর ছাড়াতে ছাড়াতে পারিনি আমি প্রত্যেকটা রেয়াতের জন্য বাড়তি কিছু

বাড়ি আর বাতাস ডানা কাটছে


ডানাহীন পাখি সীমিত আকাশ খুঁড়তে খুঁড়তে

পাশবালিশের ঢেউয়ে মেটায় সমুদ্রের তৃষ্ণা, আর---

কৌটোয় তাদের বিনি সুতোর মালা 


সাঁই সাঁই সাঁই

বৈঁচিদেশের বিজ্ঞাপিত সময় বয়ে যাচ্ছে

মরু ও মারুতের সন্ধিমুখে দাঁড়িয়ে 

শানবাঁধানো ঘাট ছাড়া দ্বিতীয় কিছুর প্রাণ নেই 


চাহিদার থেকে শূন্য ওড়ে--- 

ক্ষেতজুড়ে দল--- প্রতিদল 


ভাটার এমন শিখর ছুঁয়ে আমি 

চ্যাপ্টার     

নিঃসীম...



চাঁদস্মৃতির ফেমাস কোটস


সুবিন্যস্তের জন্য একটা নোটিফিকেশনই তাহলে সই---


এই ড্রয়িই রুম যখন মন্দির

দয়াল সানন্দে লছমনঝুলা পেরিয়ে 

                             ---কনভার্টেড টু ইক্যুইটেশন


যেখানে, ছোট ছোট থাবার দোস্তি

লম্বা পার্চের আরাধ্য ইষ্টদেবতা

এবং 

জলের ভুড়ভুড়ি তোলা কয়েকটা ন্যাংটো পেটের 

মাইলস্টোন...


পরিচর্যার সিটে বসে যেভাবে আমি 

দ্রবণ শেষে

খিড়কি মুছে সাফ করছি চাঁদস্মৃতির ফেমাস কোটস




বিচ্ছেদ


অনেক কথার বিনিময়ে মোরামের দূরত্ব ঠুকেছে দিনকাল

এই বাক্যের যদি অস্ত্রোপচার করি তবে ভাইরাল শ্লোগানটি হলো---

'ইন ইয়োর হার্ট দেন পুট ইট ইন ইয়োর কার্ট'


হ্যাঁ, ঠিক এই মর্মেই আবার সাপ ব্যাঙের সিকি ধোয়া জলে 

সোমত্ত ভ্রমণ শুরু হওয়ার পর

বিষণ্ণবিদুরের কাছে আদর মাখা যায়


এখন আমি একটিমাত্র তালগাছকেই জানি

আপ্যায়নে যে আমার আত্মীয়

একসঙ্গে দিগন্তের বিছানা পাতি, বিচার করি না জেন্ডারের ভরণ

শুধু বিশ্বাসের উলঙ্গ চিত্রে

মেরে রাখি একটি হরিণ 


এভাবেই যদি স্মৃতিবিভ্রম দোর ভুলে যেত...