হ্রদ 



কৃষ্ণা মিশ্র ভট্টাচার্য




কাঁচ কাঁচ রোদের গুড়ো এক লতি সবুজ ঘাস কয়েক জোড়া তিতির আর পেইন্টেড স্টর্ক---কিছু কিছু

সারস-সমান্তরাল রেল লাইন কবিতা—

নুনজ মাটি এতোটাই সাদা সাদাটে রোদে পিছল পাখির পালক  ৷

শাকম্ভরী মার চোখ ধুন্দলা—

ওয়ানস্ আপন অ্যা টাইম এখানে একটি জলাশয় ছিল;উপচে পড়া জলে ঝুপসি ঘাস ছোট্ট মাছরাঙা নীল জামা পরে মাছ শিকার করতো—টইটম্বুর জল নিংড়ে এখন রেললাইন –বকসাদা ধু ধু মাটিতে শুধুই লবণ স্বাদ

ভাঙা বীয়ার বোতল কিছু অসংযমী রাত/দুপুরের গল্প শোনায়

কিছু পারফিউম মাখা সোনালী পালক আবছা মাটিতে কান্নার মতো—

আলো দুপুর স্তিমিত হলে আকাশ লাল-একটুকরো জলের উপর সবটুকু রক্ত ঢেলে সূর্য মরে যায়

তারপর সন্নাটা—শব্দহীন লেকে মরেযায় স্বর সকল

মরে যায় চোখ মুখ হাত---

নগ্ন ধাতুর মতো রাত একলা একরত্তি জলে কাঁদে আর

মরে যাওয়া হ্রদের গল্প বলে—