তোমাদেরও মনে হয়, মনে হয় তোমারও প্রত্যেকে লেনিন ?

লাজুক সুকান্ত ওই কথাটাই বলেছিল কৈশোর সংরাগে বহুদিন আগে –

সহজ কিশোর বিনম্র কবি বাংলায় তার কথা শতবর্ষে জাগে |

কারণ লেনিন নন দেবতা বা পুরাণ-নায়ক, তিনি একালের বীর,

স্থির ধীর, ভাবুক, আত্মস্থ, নেতা, মানবিক ; নিজেকে জাহির

কখনোই করেননি ; এমনকি কোন্ এক সভাঘরে স্বয়ং লেনিন

লেনিনিস্ট অত্যুক্তিতে শোনা যায় উঠে যান সংকোচে বিরাগে |

তাই আজ মনে হয় যদি সারা দেশ ভাবে, ভাবেপ্রতিদিন

সাধারণ মানুষেরা, সকলেই, নিত্য ভাবে দীন হই নই কভু হীন,

তাহলে হয়তো প্রতি মাস হবে অক্টোবর, প্রতিদিন প্রত্যেকে লেনিন |

শুনেছি যে লেনিনেরও সাধ ছিল একদিন সকলেই হ’য়ে যাবে

শতায়ু লেনিন ||