সমীরণ ঘোষ
লেখক / সংকলক : সমীরণ ঘোষ

খেজুরবন
সমীরণ ঘোষ
নওরোজ। সন্তের বিকেলকে দাও
বেদানাগাছের শিস। রাংতাগঞ্জের শ্বাস
ভাঙা হাঁসকল। জানলার কিমিতি যাচ্ছে
লাল মেঘে। লাল হাওয়ার পশম
টিনের দুপুরও ঠাঠা বাজনার বিদেশ
ডানার রেহেলে দাও রোঁয়ার আশিকি
যাঁতির সন্ধে। কাটা হিসহিসে পাঞ্জা ঝরে যায়
দোক্তাগন্ধের রাত। নওরোজ
বুনোখেজুরের ধুধু। বালিনৌকোর সন্তকে ডাকো
গেঁয়ো
এক ছড় দু-ছড় করে বাজনার লোহার অগম
কাটাআঙুলের করে মাত্রালোভী হাড়ের চাতক
ঘষটে যাওয়া রেণুর লালায় শামুকের স্বরের চৌকো
সাবানগন্ধের পথে কবন্ধেরও জ্বর আসে
ফুরোনো ইঞ্জিনের শিস তামাকবনের হিসহিস
হাবেলি চাবাচ্ছে খাঁখাঁ চর্বির নিথর
সূত্রধার
লোহার জানলার কেউ। হাড়গিলে। পৃথিবী
মোচড়াচ্ছে। তারই ধ্বনির কদম
হাড়ের টিলায় গোধূলির শ্রুতির মর্মর
শব্দে ছেঁকার ক্ষত ঘোড়ার দিগন্তের
হাতমেশিনের জং ববিনের সুরের ঘড়ঘড়ে
মাংসের ফুসকুড়ির রাঢ়। ঝুমুরের। গলির কথক
লেখ
ডালিমফুলের নীচে আমাদের মৃতযত
যৌনাঙ্গ কাঁপছে
পিঁপড়ে খাক। কৃমির গড়গড়
লেখ বাংলাকবিতা
কলকেফুলের নীচে আমাদের
জ্যান্তযত হাড়ের আজান
চাঁদ খাক। দাঁতের নির্জন
লেখ বাংলাকবিতা