শর্মিষ্ঠা বিশ্বাস
Author / Editor : iPatrika Crawler

বিক্রয়কর্মী
মানুষের ভীড় কমে গেছে
কমে কি গেছে ভীড়ে ভর্তি হওয়া?
ফিনাইল দিনের সন্ধিক্ষণে বেঁচে থাকা জামাগুলো
ভাঙাচোরা বৃত্তান্ত খ্যাত অমিত গুপ্ত।
মাছির ভিন ভিন
রাষ্ট্রের পলেস্তরায় ধর্মকাম অর্থ- মোক্ষ নির্বাণের!
এরচেয়ে ঢের বড়
আকাশ
আকাল ক্ষত, অন্ধকার ভাত।
নুন লঙ্কায় মাখানো
প্রিয়তম
তুমিতো সেই সেলসম্যান
ফেরি করো ফেরি করো
আমাদের আদিম বিবেক।
****
পুরাণ
সারেং
ইংরেজি শব্দের পিলারে ঠেস দিয়ে বসে আছে।
জাহাজ সমুদ্রে পাল তোলে।
চোখ থেকে জল
জল ফুটে লবনএ-র
ডাক
শুনতে শুনতে হারিয়ে যাওয়া বন্ধকি জমি থেকে হলকর্ষণের ঘ্রাণে ম-ম চারদিক।
কৃষকবিপ্লবের ফাল্গুন মাস।
সারেং এর পিঠ বেয়ে মেঘ জমেছে
হাজার বছরের পাথরে।
বৈবর্ত পুরাণের পাথুরে গুহার গায়ে গজানো দুর্বাঘাসগুলো
গনচেতনার মাটিতে রামায়ণের মূলের গভীরতা মাপছে।
সাজগোছ
দীর্ঘদিন ধরে
সমতল
মালভূমি
পার্বত্য অঞ্চল দিয়ে সেজেছো তুমি।
ও সবুজ
আমার বনতল
লাজুক ইন্দ্রিয়বিলাসীর সমস্ত সুখের-র অসুখ
দারিদ্র্যের কল্পশক্তি
যতদূর চোখ যায়
ততদূর
খেয়েদেয়ে হাঁড়ি উপুর করা
হাতিঘোড়া-বজরাপানসি চড়া
সৌরজগৎ !
দামামা বাজছে।
মাদল বাজছে
সুফল টুডু'র শানকিতে।
গুঁড়ো গুঁড়ো মিহি সন্ধ্যাকালের
বেলীফুলের গোড়ের স্তন্যপায়ী
দুধ খাও
দুধ খাও, বনাঞ্চলের
কাঠের নীল গাই -এর।
আমাদের আদি অন্তঃস্থ ঠিকানায়
আজ
কি সুন্দর করে সেজেছো বঁধুয়া !!