যশোধরা রায়চৌধুরী
যশোধরা রায়চৌধুরী
লেখক / সংকলক : iPatrika Crawler

যে লেখা লিখিনি আজো
যশোধরা রায়চৌধুরী
যে লেখা লিখিনি আজো সেই লেখা কণ্ঠ চেপে ধরে
কলমের মাথা থেকে রক্তবৎ শব্দ ঝরে পড়ে
ঘুরতে থাকি চক্রাকারে জীবনের বাটি আকৃতির
গোল গহবরের মধ্যে , সারাজন্ম যে যে প্রকৃতির
ছিদ্র গুনি, সেই ছিদ্রে মাথা দিয়ে পড়েছি ধপাস
মাথায় লেগেছে ভাণ্ড, কষ বেয়ে পড়ে সর্বনাশ
যেন বিড়ালের মাথা আটকেছে মাটির ভাঁড়েতে
উন্মাদ নৃত্য করি, পা দাপাই , পারিনা এড়াতে...
এই তাণ্ডবেরই কথা লিখি লিখি করেও লিখিনি
আজো আমি কী ভাবে যে লিখতে হয় একটুও শিখিনি...
Review Comments
সোসাল মিডিয়া কামেন্টস