অতনু ভট্টাচার্য
লেখক / সংকলক : iPatrika Crawler

নোরা ফাতেহি
অতনু ভট্টাচার্য
বিন্দু থেকে বড় হয় বিসর্গে সে দুটো
নোরা নাচছে বলিউডে সঙ্গে যদি শুতো !
মন বলছে— মনে মনে, রেঙে উঠছে কান
বুঝে নিও মানসিক সেই অভিধান
পরী,পণ্য দ্বন্দ্ব তাই আয়না ভাঙা পদ্য
পদাণুরা খুব বোঝে— জেনো, অনবদ্য !
ধ্বনি বইছে আধেয়কে— অর্থে গেছে মিশে
নোরা নাচছে যৌন ছলা বিষ ঝারছে বিষে !
বাক্যের আধার নয় ভাষা উপাদান
নোরা নাচছে, মাথা ঘুরছে, রেঙে উঠছে কান !
অনুজ্ঞার কথা থেকে নৈতিক প্রত্যয়
মাধুরীর পরে নোরা— ধামাকা, অন্বয় !
মিথস্ক্রিয়া
শুধু নয় অক্ষরের রূপকার,তারও বেশি— তাকি তুমি জানো ?
রামানুজ মনে পড়ে— নেই ভেদ, ব্রহ্মই জগত।
খাট থেকে পড়ে গেছি, কে ঠেলেছে ? কে ঠেলেছে ? ভাবি—
চেয়ে দেখি— শক্তি নেই, ইচ্ছাশক্তি সনির্বন্ধ ঘুম !
কত প্রশ্ন, উত্তরহীন— শূন্যতাই চেয়েছে সৃজন—
নিজেকেই টেনে তুলি, ছুঁড়ে দিই—
বাতাসে কোথায় যেন বেজে উঠল মন্দ্র ব্যারিটন !
তারপর
তারপর আর কোনো কথা নেই
তারপর শুধু বাতাস বইছে
খুলে আর কিছু বলতে পারে না
বুকের ভেতর ব্যথাকে সইছে ...
#
কীভাবে বলবে ভেবেই পায় না
মাল্যমালিকা পড়ে আছে ছিঁড়ে
শোকের পাথরে চাপা শব্দেরা…
কেই বা দেখবে তার বুক চিরে !
#
তারপর আর কোনো কথা নেই
তারপর শুধু বাতাস বইছে…