কাঠের দিন 





ছবির নীচে

কাঁচের মাংস লোহার মাংস

লিখতে লিখতে

বোতামের উপনিবেশ

মানে

এই নির্লিপ্ত জলবায়ু

আমায় ভাবছে

ওই ডেলিভারেবল লিস্ট

আলো অবধি যে বাজার

আঙুল ও তামাশার মধ্যে

যে ব্যালেন্স

যে সামার ব্লুজ

খুলে

পড়ে যাচ্ছে একটা একটা কাঠের দিন…



একটি বর্ণান্ধ কবিতা  

 

 

দাঁতের ভেতর চলে যাওয়া

সমস্ত টুকরো টুকরো অভ্যাস নিয়ে

যে ভাষা

আঙুল অবধি এই নির্মাণ এক ঘর

আকাশী বৃত্ত দেখতে দেখতে

কাঁচের সহজ মানে

জল খুলে

ছায়া খুলে

গভীর যত মোম

মাংসের ক্ষত হয়ে

একটি বর্ণান্ধ কবিতায়

কাগজের ওপর কাগজই ঝরে পড়ছে...