বৃষ্টির ছাঁটে শিহরিত হয় দেহ

কেউ বলে আমি কবি কি না সন্দেহ

তবু তো কবিতা আমাকে ঘিরেই নাচে

নাচুনে মেয়ের মতোই সেও কি বাঁচে?

বৃষ্টির কণা ফণা ধরে আছে পথে

পথ কই বলো রথ থেমে আছে ঘাটে

এ খেলার মাঠে সূর্য নেমেছে পাটে।

কেবল আমার মুখেই লালের তুলি

তুমিও দাঁড়ালে, নাচবে কি চুল খুলি

তবে শুরু করো নৃত্যের আয়োজন

নাচো দিল খুলে নাচো খুলে প্রাণ-মন।