অনুপম মুখোপাধ্যায়
অনুপম মুখোপাধ্যায়
Author / Editor : অনুপম মুখোপাধ্যায়

সামান্য জীবন
অনুপম মুখোপাধ্যায়
সূর্য যেভাবে ফুলের দিকে যায় তাকে ছায়াপথ বলে
তুমি তো আমার হাত ধরে হাঁটলে না কখনো
তিনদিক বন্ধ হলেও
চতুর্থ দিকটা তোমার চোখের দিকে খোলে
আমি দেখি
যেভাবে সামান্য লোক
শহরের তামাশা দেখে অভিভূত হয়
খারাপ খবর অনেক পরে স্পষ্ট বোঝা যাবে
ভাল খবর অনেক পরে স্পষ্ট বোঝা যাবে
তোমার সহানুভূতির কথা ভেবে
আমি কোনো স্বপ্ন দেখি না
তোমার চেতনার ছোঁয়ায় যে কোনো জীবনই
ঝাপসা হয়ে যায়
আর নয় রূপকথা
রূপকথার বইগুলো থেকে বাঁচাও আমাকে
আমি আর বড় হতে চাইছি না
এই যে শহর চিরে বেরিয়ে গেছে বাস্তবতার নদী
তার জল জাদুকরের নয়
রাক্ষসীর নয়
এই শহরে যে কেউ যে কোনো দিকে
ঘুমিয়ে পড়তে পারছে
চিরুনিতে চুলের মতো জড়িয়ে থাকছে সত্য
তুমি তাকে শুধরে নিচ্ছ
শহরকে বাসযোগ্য করছ
সুয়োরানীর সুখ থেকে বাঁচাও আমাকে
Review Comments
Social Media Comments